বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪০৪)
তারিখঃ—১৪/ ০৯/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করলে বেদভগবান
যজ্ঞকর্তার সাথে থেকে তাঁর প্রতিজ্ঞা রক্ষা করেন, যেমন তিনি পুত্রশোকে মুহ্যমান
অর্জুনের প্রতিজ্ঞা যুদ্ধক্ষেত্রে রক্ষা করেছিলেন। ]
জয়দ্রথকে ছলপূর্বক অভিমন্যুর মৃত্যুর প্রধান কারণ জানতে পেরে পুত্রশোকে
মুহ্যমান অর্জুন প্রতিজ্ঞা করেন যে, পরের দিন সুর্যাস্তের পুর্বেই জয়দ্রথকে হত্যা
করবেন এবং সেইসঙ্গে এই শপথও করেন যে, ‘ তা যদি সম্ভব না হয়, তাহলে আমি জ্বলন্ত
অগ্নিতে প্রাণ বিসর্জন দেব’। এই বচনানুসারে বেদযজ্ঞকর্তা অর্জুনের এই প্রতিজ্ঞা
রক্ষা করার দায়িত্বও বেদভগবান শ্রীকৃষ্ণের ওপর অর্পিত হয়। অর্জুন শ্রীকৃষ্ণের
ভরসায় নিশ্চিন্ত ছিলেন। অন্যদিকে কৌরবগণ জয়দ্রথকে রক্ষা করার জন্য সম্পূর্ণভাবে
চেষ্টা করছিলেন। সেইদিন শ্রীকৃষ্ণ অর্ধরাত্রে নিদ্রা থেকে উঠে তাঁর সারথি দারুককে
ডেকে বলেন—‘ দারুক! আমার কাছে স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু—কেউই অর্জুনের থেকে প্রিয়
নয়। অর্জুন ব্যতীত এই জগৎ আমি এক মুহূর্তের জন্যই দেখতে ইচ্ছা করি না। কাল সমস্ত
জগৎ জেনে যাবে যে আমি অর্জুনের মিত্র। যে তাঁকে দ্বেষ করে, সে আমারও দ্বেষী। যিনি
তাঁর অনুকূল, তিনি আমারও অনুকূল। তুমি জেনে রাখো যে অর্জুন আমার শরীরের অর্ধেক।
আমার বিশ্বাস অর্জুন কাল যে যে বীরকে বধ করার চেষ্টা করবে, সে সেখানে অবশ্যই জয়লাভ
করবে’। এমন মিত্রবৎসল প্রভু যার জন্য উপস্থিত থাকেন, তাঁর বিজয়লাভে কার সন্দেহ
থাকবে? পরদিন শ্রীকৃষ্ণ প্রদর্শিত পথে জয়দ্রথকে বধ করে অর্জুন তাঁর প্রতিজ্ঞা পূরণ
করেন এবং সমগ্র জগৎ উপলব্ধি করে যে, শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুনের লেশমাত্রও ক্ষতি
হয়নি। তাই যারা সবকিছু ছেড়ে অখিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়ে
থাকেন, তাঁদের চিন্তা তিনিই করেন। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়। ।। ৫ম পর্ব।। জয়
বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment