বিশ্বমানব শিক্ষায় পবিত্র
কুরআনের আলো। [ সুরা—৬ আন’আম—১২১ থেকে ১২৫ আয়াত।]
১২১) যাতে আল্লাহ্র নাম নেওয়া
হয়নি, তা তোমরা আহার করো না; এটা অবশ্যই পাপ; আর নিশ্চয় শয়তান তার বন্ধুদেরকে
তোমাদের সাথে বিবাদ করতে প্ররোচনা দেয়, যদি তোমরা তাদের কথামত চল তবে অবশ্যই তোমরা
মুশরিক হবে।
মর্মার্থঃ—যা পবিত্র খাদ্য নয়
তা তোমার আল্লাহ্কে নিবেদন করবে না, এবং আল্লাহ্কে নিবেদন না করে কোন খাদ্য আহার
করবে না। এমনি যে বায়ু ভক্ষণ কর তাও আল্লাহ্কে উৎসর্গ করে ভক্ষণ করবে তাহলে শয়তান
কখনো তোমাদের ধারে- কাছে ভিড়তে পারবে না।
১২২) যে ব্যক্তি মৃত ছিল, যাকে আমি পরে জীবিত
করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার আলোক দিয়েছি, সেই ব্যক্তি কি ঐ ব্যক্তির মত, যে
অন্ধকারে রয়েছে এবং সে স্থান হতে বের হবার নয়? এরূপে অবিশ্বাসীদের দৃষ্টিতে তাদের
কৃতকর্ম শোভন করে রাখা হয়েছে।
মর্মার্থঃ—কে যে এখানে জীবিত
আর কে মৃত তা একমাত্র তিনিই জানেন। তিনি মৃতদের মধ্যে থেকে যাকে খুশি জীবিত করেন
এবং মানুষের মতো মানুষ হয়ে চলার আলোক দান করেন। নিশ্চয় যারা অন্ধকারে আছে তারা
আলোতে বসবাসকারী মানুষের মত হতে পারে না।
১২৩) এরূপে প্রত্যেক জনপদে
অপরাধীদেরকে প্রধান করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে, কিন্তু তারা শুধু তাদের নিজেদের
বিরুদ্ধে চক্রান্ত করে, কিন্তু তারা উপলব্ধি করে না।
মর্মার্থঃ—যারা মৃত তারা
কিছুতেই এই স্বপ্নময় জগতের খেলা বুঝতে পারে না, তাই প্রত্যেক জনপদে অপরাধীরাই
রাজত্ব করে। তারা কিছুতেই নিজের অপরাধকে নিজে দেখতে পায় না অন্ধকারে থাকার জন্য।
১২৪) আর যখন তাদের নিকট কোন
নিদর্শন আসে তখন তারা বলে, আল্লাহ্র রসূলগণকে যা দেয়া হয়েছিল আমাদের তা না দেয়া
পর্যন্ত আমরা কখনও বিশ্বাস করব না। রসূলের পদ বা দায়িত্ব আল্লাহ্ কার উপর অর্পণ
করবেন তা তিনিই ভাল জানেন। যারা চক্রান্তের জন্য অপরাধ করেছে আল্লাহ্র নিকট হতে
তাদের উপর লাঞ্ছনা ও কঠোর শাস্তি আপতিত হবে।
মর্মার্থঃ—অবিশ্বাসীরা
অন্ধকার জগতে মৃত অবস্থায় থেকে আল্লাহ্র রসূলের কাজকর্মের সমালোচনা করে এবং তারা
আল্লাহ্র রসূল সাজতে চায়। তারা নিজেদের শাস্তির কথা ভাবতেও পারে না।
১২৫) আল্লাহ্ কাউকে
সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং কাউকে
বিপথগামী করতে চাইলে তিনি তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন, তার কাছে ইসলাম অনুসরণ
আকাশে আরোহণের মতই দুঃসাধ্য হয়ে পড়ে। যারা বিশ্বাস করে না আল্লাহ্ তাদেরকে এরূপে
লাঞ্ছিত করেন।
মর্মার্থঃ—আল্লাহ্ কাউকে সৎপথে
পরিচালিত করতে চাইলে তাকে আকাশের ন্যায় উদার বা ইসলাম করে দেন। আর যদি কাউকে
বিপথগামী করেন তবে তাকে সংকীর্ণ করে দেন। ইসলাম অনুসরণকারীগণ আকাশচারী ও মহাকাশের
ন্যায় উদার। তাই ইসলাম হওয়া মানুষের পক্ষে দুঃসাধ্য হয়ে পড়ে এই জগত সংসারে আবদ্ধ
থেকে।
জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র
কুরআনের আলোর জয় ।
No comments:
Post a Comment