Tuesday, 25 September 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান( ৪১৫) তারিখঃ-- ২৫/ ০৯/ ২০১৮

   বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪১৫) তারিখঃ—২৫/ ০৯/ ২০১৮  
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে সদায় অর্জুনের ন্যায় যোগেশ্বর শ্রীকৃষ্ণের সান্নিধ্যে অবস্থান করবে।]
মানব –মাত্রই অর্জুন। তাঁর হস্তেই রয়েছে কর্তব্য কর্মের ধনু। কিন্তু মানব নিজ বলে এই ধনুমাত্র নিয়ে সংগ্রামে জয়লাভ করতে পারবে না, যদি সাথে না থাকেন যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সর্বদা চাই তাঁর সান্নিধ্য। নিকটবর্তিতাই দৈহিক সান্নিধ্য, স্মরণে মানস সান্নিধ্য, প্রেমে আত্মিক সান্নিধ্য লাভ হয়ে থাকে। সর্বতোভাবে বেদভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত যদি থাকেন ধনুর্ধর পার্থ (মানব সন্তান), তবেই আসে প্রার্থিত পরম কল্যাণ। তাই জীবের প্রয়োজন সাধনার ধনু নিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু তাতে খুব বেশিদূর যাওয়া যায় না। তখন একান্ত প্রয়োজন হয় তাঁর করুণার যোগ। করুণাহীন শুধু সাধনা ফলবতী হয় না। আবার সাধনাহীন ভূমিতে করুণাও ফলপ্রদ হয় না। সাধনার কর্ষিত ভূমিতে কৃপার বর্ষণে সর্বমঙ্গলের উদয় হয়। তাই অর্জুনের গাণ্ডীব আর সখা শ্রীকৃষ্ণের সারথ্য, ভক্তের তপস্যা আর ভগবানের কৃপাধারা যেখানে পূর্ণ মাত্রায় অবস্থান করছে, সেখানেই অখণ্ড কল্যাণ নিত্য বিরাজমান। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment