বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [
সুরা—৬ আন’আম—১৪৬ থেকে ১৫০ আয়াত।]
১৪৬)
এবং ইহুদীদের জন্য নখযুক্ত সমস্ত পশু নিষিদ্ধ করেছিলাম এবং গরু ও ছাগলের
চর্বিও তাদের জন্য নিষিদ্ধ করেছিলাম, তবে এগুলোর পৃষ্টের অথবা অন্ত্রের কিংবা
অস্থিসংলগ্ন চর্বি নিষিদ্ধ ছিল না, তাদের অবাধ্যতার দরুন তাদেরকে এ প্রতিফল
দিয়েছিলাম। নিশ্চয়ই আমি সত্যবাদী।
মর্মার্থঃ—আল্লাহ্ই একমাত্র সত্যবাদী, তিনি যা বলেন তার অর্থ একমাত্র
তিনিই জানেন। কেউ তাঁর অবাধ্য হলেই তার প্রতি বিভিন্ন দিক থেকে বাধা নিষেধ এসে
পড়ে, তাকে পথভ্রষ্ট করার জন্য।
১৪৭) তবুও যদি তারা তোমাকে প্রত্যাখ্যান করে তবে বল, তোমাদের প্রতিপালক
সর্বব্যাপী দয়ার মালিক এবং অপরাধী সম্প্রদায়ের উপর হতে তাঁর শাস্তি রদ হয় না।
মর্মার্থঃ—তুমি সত্যপথে চলা সত্যেও যদি কেউ তোমার পথকে প্রত্যাখ্যান করে
এবং তোমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তাতে ভয় পাবার কিছুই নেই। কারণ তোমার প্রতিপালক
সর্বব্যাপী দয়ার মালিক হয়ে তোমার সাথে আছেন। অপরাধী সম্প্রদায় নিজেদের কাজ করে
যাবে নিজেদের শাস্তিকে ত্বরান্বিত করার জন্য, তাদের শাস্তি কেউ রোধ করতে পারবে না।
১৪৮) যারা শরিক করেছে তারা বলবে, আল্লাহ্ যদি ইচ্ছা করতেন তবে আমরা ও
আমাদের পূর্বপুরুষগণ শরিক করতাম না, এবং কোন কিছুই নিষিদ্ধ করতাম না। এভাবে তাদের
পূর্ববর্তীগণও প্রত্যাখ্যান করেছিল, অবশেষে তারা আমার শাস্তি ভোগ করেছিল। বল,
তোমাদের নিকট কোন যুক্তি আছে কি? থাকলে আমার নিকট তা পেশ কর। তোমরা শুধু কল্পনারই
অনুসরণ কর এবং শুধু মিথ্যাই বল।
মর্মার্থঃ—কেউ আত্মহত্যা করব মনে করলে তাকে সেই পথ থেকে যতই সরে আসার কথা
বলা হবে ততই সে সেই পথে যাবার আগ্রহ সৃষ্টি করবে, তেমনি যারা শরিক করেছে তাদের এই
পথে নিত্য নূতন শরিক তৈরীর অভিযান চলতেই থাকবে। এই মিথ্যা কল্পনার রচনা থেকে তারা
কিছুতেই নিজেকে মুক্ত করতে পারবে না।
১৪৯) বল, চূড়ান্ত প্রমাণ তো আল্লাহ্রই, তিনি যদি ইচ্ছা করতেন তবে তোমাদের
সকলকে সৎপথে পরিচালিত করতেন।
মর্মার্থঃ—আল্লাহ্ ইচ্ছা করলেই সকলকে সৎপথে পরিচালিত করতে পারেন।
১৫০)
বল, আল্লাহ্ যে এটা নিষিদ্ধ করেছেন এ সম্বন্ধে যারা সাক্ষ্য দেবে তাদের হাজির কর।
তারা সাক্ষ্য দিলেও তুমি তাদের সাথে তা স্বীকার করো না, যারা আমার আয়াতকে (
বাক্যকে) প্রত্যাখ্যান করেছে, যারা পরকালে বিশ্বাস করে না এবং প্রতিপালকের সমকক্ষ
দাঁড় করায়, তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো না।
মর্মার্থঃ—আল্লাহ্র দরবারে কি নিষিদ্ধ আর কি নিষিদ্ধ নয়, তা একমাত্র তারাই
জানে যাদের হৃদয় আকাশের ন্যায় উদার।
জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।
No comments:
Post a Comment