Monday, 24 September 2018

কুরআন সুরা-- ৬ আন'আম-- ১১৬ থেকে ১২০ আয়াত

    বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৬ আন’আম – ১১৬ থেকে ১২০ আয়াত।]
  ১১৬) আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহ্‌র পথ হতে বিচ্যুত করবে, তারা তো শুধু অনুমানের অনুসরণ করে। আর তারা শুধু মিথ্যায় বলে।
        মর্মার্থঃ—এই বিশ্বের অধিকাংশ লোককে কেউ সন্তুষ্ট করতে চাইলে সে কাউকে সন্তুষ্ট করতে পারবে না। তাই মানুষের উচিত নিজের আত্মসন্তুষ্টির জন্যই কেবল সৎকর্ম করা, আর শাস্ত্র নির্ভরশীল হয়ে থাকা। কারণ ঐশীগ্রন্থ কোনদিন মিথ্যা বলে না ও অনুমানের উপর সেখানে কোন কিছুই লিপিবদ্ধ হয় না। তাই শাস্ত্রগ্রন্থকে যারা অবজ্ঞা করে চলে তারা সত্য কথার পরিবর্তে কেবল অনুমান করে মিথ্যায় বলে।
      ১১৭) তাঁর পথ ছেড়ে কে বিপথগামী হয়, নিশ্চয় তোমার প্রতিপালক সে সম্বন্ধে সবিশেষ অবহিত এবং কে সৎপথে আছে তাও তিনি বিশেষরূপে অবহিত।
       মর্মার্থঃ--- আল্লাহ্‌ সকলের মনের কথা জানেন, তাই তিনি কে সৎ পথে আছে ও কে অসৎ পথে আছে, সে সমন্ধে বিশেষরূপে অবহিত।
       ১১৮) যদি তোমরা তাঁর নিদর্শনসমূহে বিশ্বাসী হও তবে যাতে আল্লাহ্‌র নাম নেওয়া হয়েছে তোমরা তা আহার কর।
      মর্মার্থঃ—যা মানুষের খাদ্যের জন্য আল্লাহ্‌ সৃষ্টি করেছেন তাতে অবশ্যই তাঁর নাম লেখা আছে, এই সত্য বিশ্বাসীরা জানেন। যেমন কোন সংস্থা বা কোম্পানি কোন জিনিষ তৈরী করলে সেই সংস্থা বা কোম্পানি তার নাম লিখে দেয়, তেমনি আল্লাহ্‌ কার জন্য কোন খাদ্য সৃষ্টি করেছেন তার তালিকা তিনি সকলকেই দিয়েছেন। একটা গাধাকে ডিম বা মাংস খেতে দিলে সে তা জীবন থাকতে খাবে না। তেমনি মানুষ উন্নত শ্রেণির জীব হয়ে নিশ্চয় এমন কোন খাদ্য গ্রহণ করবে না, যাকে আল্লাহ্‌কে নিবেদন করা না যায়। আল্লাহ্‌কে নিবেদন না করে কোন খাদ্যই গ্রহণ করা মানুষের উচিত নয়।
১১৯) আর তোমাদের কী হয়েছে যে, যাতে আল্লাহ্‌র নাম নেওয়া হয়েছে তোমরা তা আহার করবে না? যা তোমাদের জন্য নিষিদ্ধ তা তিনি বিশদভাবেই তোমাদের নিকট বিবৃত করেছেন। তবে তোমরা নিরূপায় হলে তা স্বতন্ত্র, অনেকে অজ্ঞানতাবশত নিজেদের খেয়াল খুশি দ্বারা অবশ্যই অন্যকে বিপথগামী করে; তোমার প্রতিপালক সীমালংঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত।
     মর্মার্থঃ—পবিত্র খাদ্য ছাড়া অপবিত্র খাদ্য আল্লাহ্‌কে নিবেদন করা যায় না। তাই অপবিত্র খাদ্য গ্রহণকারী মাত্রই সীমালংঘনকারী।
    ১২০) আর তোমরা প্রকাশ্য এবং প্রচ্ছন্ন পাপ বর্জন কর; যারা পাপ করে, তাদের পাপের সমুচিত শাস্তি তাদের দেয়া হবে।
 মর্মার্থঃ—যা পাপ কাজ বলে জানবে তা করতে যাবে না। পাপ কাউকে ক্ষমা করে না।
              জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।

No comments:

Post a Comment