বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো।[ সুরা—৬ আন’আম—৯৬ থেকে ১০০ আয়ত।]
৯৬) তিনিই ঊষার উন্মেষ ঘটান, এবং তিনি
বিশ্রামের জন্য রাত এবং গণনার জন্য চন্দ্র ও সূর্যকে সৃষ্টি করেছেন, এসবই
পরাক্রমশালী সর্বজ্ঞের নিরূপণ।
মর্মার্থঃ—ঊষা হচ্ছে সকল জ্যোতির শ্রেষ্ঠ জ্যোতিঃ ও বিশ্বজগতের প্রাণের
রূপ। তিনি ছাড়া কে এই ঊষার উন্মেষ ঘটাতে পারে? রাত্রির অন্ধকার তিনি সৃষ্টি না
করলে কেউ বিশ্রামের সুখ পেত না, নিদ্রায় হলো জীবের কাছে শান্তির বাহন। সূর্যকে
তিনিই সৃষ্টি করেছেন পরম সত্যের প্রতীক রূপে। চন্দ্র ও সূর্যকে ঘিরেই চলছে কালের
নিত্য খেলা। জ্ঞানীরা এই খেলা দেখেই সময়ের নিরূপণ করে থাকে। সবকিছুর মূলেই আল্লাহ্র জ্ঞানশক্তি কাজ করে
চলেছে, তিনি সর্বজ্ঞ।
৯৭) আর তিনিই তোমাদের জন্য নক্ষত্র
সৃষ্টি করেছেন যাতে তোমরা তা দিয়ে স্থলে ও সমুদ্রে অন্ধকারে পথ পাও। জ্ঞানী
সম্প্রদায়ের জন্য তিনি নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছেন।
মর্মার্থঃ—আকাশের প্রতিটি নক্ষত্রের কাজ হলো আল্লাহ্র সৃষ্টিকে জলে-
স্থলে- অন্তরিক্ষে পথে দেখিয়ে তাঁর কাছে নিয়ে যাওয়া। জ্ঞানী সম্প্রদায় গবেষণা করে
এগিয়ে যেতে সক্ষম নক্ষত্রের সাহায্য নিয়ে সত্যের সহজ সরল পথ ধরে।
৯৮) আর তিনিই তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি
করেছেন এবং তোমাদের জন্য স্থায়ী ও অস্থায়ী বাসস্থান রয়েছে। অনুধাবনকারী
সম্প্রদায়ের জন্য আমি তা বিশদভাবে বিবৃত করেছি।
মর্মার্থঃ—আল্লাহ্ সকলকেই একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, এই রহস্য কেবল
তাঁর সান্নিধ্যে থাকা জ্ঞানীরাই উপলব্ধি করতে সক্ষম।
৯৯)
এবং তিনিই আকাশ হতে বারি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে (তিনি) সর্বপ্রকার উদ্ভিদের
চারা উদগম করেন, অনন্তর তা থেকে সবুজ পাতা উদগম করেন, পরে তা থেকে ঘনসন্নিবিষ্ট
শস্য দানা সৃষ্টি করেন, এবং খেজুর বৃক্ষের মাথি থেকে ঝুলন্ত কাঁদি নির্গত করেন, আর
আঙুরের উদ্যানরাজি সৃষ্টি করেন এবং যায়তুন ও দাড়িম্বও। এসব একে অন্যের সদৃশ এবং
বিসদৃশও, যখন তা ফলবান হয় এবং ফলগুলি পরিপক্ক হয় তখন সেগুলির প্রতি লক্ষ্য কর,
নিশ্চয় এগুলোতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।
মর্মার্থঃ--- এই পৃথিবীতে তিনি বিশাল ভোজনালয় কিভাবে চালাচ্ছেন তা চিন্তা
করে দেখা মানুষের উচিত।
১০০) এবং তারা জিনকে আল্লাহ্র শরিক স্থাপন করে, অথচ তিনিই ওদের সৃষ্টি
করেছেন এবং ওরা অজ্ঞানতাবশত আল্লাহ্র প্রতি পুত্র কন্যা আরোপ করে, তিনি মহিমান্ এবং ওরা যা বলে তিনি তার ঊর্ধ্বে।
মর্মার্থঃ- তিনি সকলের আত্মার আত্মীয় ও স্রষ্টা হয়ে সব কিছুর ঊর্ধ্বে।
জয়
বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।
No comments:
Post a Comment