বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৬ আন’আম—১৩১ থেকে ১৩৫ আয়াত।]
১৩১) এটি এ কারণে যে, অধিবাসীবৃন্দ যখন অজ্ঞ, তখন কোন জনপদকে ওর অন্যায়
আচরণের জন্য ধ্বংস করা তোমাদের প্রতিপালকের কাজ নয়।
মর্মার্থঃ—জ্ঞানীরা কখনও অজ্ঞ মানুষদের উপর রাগ করে কোন সত্য সভ্যতাকে ধ্বংস
করে না। আল্লাহ্ তাঁর নিজের সৃষ্টিকে অজ্ঞদের উপর রাগ করে নিশ্চয় ধ্বংস করবেন না
এবং এটা তাঁর কাজও নয়। তাঁর অধীনে যে কাল কাজ করে, সেই কাল-ই সময় হলে ধ্বংস করে,
জ্ঞানীরা তা জানে অজ্ঞরা তা উপলব্ধি করতে পারে না।
১৩২) প্রত্যেকে যা করে তদনুসারে তার স্থান রয়েছে এবং ওরা যা করে সে
সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন।
মর্মার্থঃ—যে যেমন কাজ করবে সে তেমন পদের অধিকারী হবে। কাকে কোথায় পাঠানো
হবে সে সম্বন্ধে আল্লাহ্ ভালভাবেই জানেন। তাঁর জগতে ভাল ও মন্দ জায়গার অভাব নেই।
১৩৩ ) তোমার প্রতিপালক অভাবমুক্ত,
দয়াশীল। তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করতে এবং তোমাদের পরে যাকে ইচ্ছা
তোমাদের স্থলভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য এক সম্প্রদায়ের বংশ হতে
সৃষ্টি করেছেন।
মর্মার্থঃ—আল্লাহ্ অভাবমুক্ত ও দয়াশীল। তিনি ইচ্ছা করলেই কাউকে যেমন দয়া
করতে পারেন, আবার ইচ্ছা করলে যে কোন পদ থেকে অপসারিত করতেও পারেন। তিনি যেকোন
সম্প্রদায়ের বংশ থেকে নূতন বংশও সৃষ্টি করতে পারেন, মানুষকে উন্নতমুখীরূপে গড়ে
তোলার জন্য।
১৩৪) তোমাদের নিকট যা ঘোষোণা করা হয়েছে তা
অবশ্যই বাস্তবায়িত হবে, তোমরা তা ব্যর্থ করতে পারবে না।
মর্মার্থঃ—আল্লাহ্ যা বলেই কাল তা পূর্ণ করেন, তাঁর ঘোষণা কখনও মিথ্যা হয়
না।
১৩৫) বল, হে আমার সম্প্রদায়! তোমরা যা করছ করতে থাক, আমিও আমার কাজ করছি।
তোমরা শীঘ্রই জানতে পারবে, কার পরিণাম মঙ্গলময় এবং যালিমরা কখনও সফলকাম হবে না।
মর্মার্থঃ—যে যা করছে তাকে তা করতে দাও। সবায় জানতে পারবে নিজের কাজের
পরিণাম মঙ্গলময় কি অমঙ্গলময়। নিশ্চয় অত্যাচারীগণ সফল হবে না, তারা কালের নিয়মে
ধ্বংস হবে।
জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।
No comments:
Post a Comment