Friday, 28 September 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৪১৮ তাং -- ২৮/ ০৯/ ২০১৮


  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪১৮) তারিখঃ—২৮/ ০৯/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করবে মহামতি পিতামহ ভীষ্মের ন্যায় সত্যপ্রতিজ্ঞা পালনের জন্য।]
গতকাল মহাত্মা পিতামহ ভীষ্মের জন্ম ও পিতৃভক্ততার পরিচয় আমরা লাভ করেছি। তিনিই সত্যবতীকে পিতার মনোবাঞ্ছা পূরণের জন্য এনে দেন। সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনুর দুই পুত্র জন্মগ্রহণ করেন। জ্যেষ্ঠপুত্রের নাম ছিল চিত্রাঙ্গদ আর কনিষ্ঠ হল বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ বড় হওয়ার আগেই রাজা শান্তনু পরলোক গমন করেন। চিত্রাঙ্গদ রাজা হলেন, কিন্তু অল্পকালের মধ্যেই গন্ধর্বদের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হলেন। বিচিত্রবীর্যও তখন বালক, তাই ভীষ্মের তত্ত্বাবধানে তিনিই রাজ্য রাজ্যশাসন করতে লাগলেন। কিছুকাল পরে ভীষ্ম বিচিত্রবীর্যের বিবাহের কথা চিন্তা করতে লাগলেন। সেই সময় কাশীর রাজার তিন কন্যার স্বয়ং বর হওয়ার কথা ছিল। ভীষ্ম একাকী রথে করে গিয়ে সেই কন্যাদের বলপূর্বক হরণ করে ভাইদের বিবাহের জন্য রথে চড়িয়ে হস্তিনাপুরে নিয়ে চললেন। তখন স্বয়ং বর সভার জন্য একত্রিত বিভিন্ন রাজারা তাঁকে একযোগে আক্রমণ করলেন। কিন্তু একাই ভীষ্ম তাঁদের সব প্রচেষ্টা ব্যর্থ করে কন্যাদের নিয়ে এসে বিচিত্রবীর্যের কাছে সমর্পণ করলেন। জগতের সবাই এই প্রথম ভীষ্মের পরাক্রম সম্পর্কে জানতে পারলেন।
  ভীষ্ম কাশীরাজের যে তিন কন্যাকে হরণ করে এনেছিলেন, তাঁদের মধ্যে জ্যেষ্ঠা কন্যা অম্বা মনে মনে রাজা শাল্বকে তাঁর স্বামী হিসাবে বরণ করেছিলেন। ভীষ্ম এই কথা জেনে অম্বাকে সেখান থেকে চলে যেতে দিলেন এবং অন্য দুজন কন্যার সঙ্গে বিচিত্রবীর্যের বিবাহ দিলেন। কিন্তু বিচিত্রবীর্যও দীর্ঘায়ু ছিলেন না, বিবাহের কিছুকাল পরেই ক্ষয়রোগে আক্রান্ত হয়ে তিনি ইহলোক ত্যাগ করেন। তাঁর কোনো সন্তান ছিল না। ফলে কুরুবংশ বিলুপ্ত হওয়ার উপক্রম হল। ভীষ্ম ইচ্ছা করলে অনায়াসে রাজ্য অধিকার করতে পারতেন। প্রজারা তাঁর অত্যন্ত প্রিয় ছিল। বংশরক্ষা করার প্রয়োজনে তাঁর সামনে আর কোনো বাধাই ছিল না। কিন্তু অতিবড়ো প্রলোভন বা প্রয়োজনও তাঁকে তাঁর শপথ থেকে সরাতে সক্ষম হল না। পরবর্তীকালে সত্যবতীর পিতার কাছে করা শপথের পুনরুল্লেখ করার প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘ আমি মোক্ষ পরিত্যাগ করতে পারি, ত্রিলোকের রাজ্য, ব্রহ্মার পদও পরিত্যাগ করতে পারি; কিন্তু সত্য পরিত্যাগ করতে পারি না। পঞ্চভূত তাঁদের গুণাদি পরিত্যাগ করতে পারে, চন্দ্র তাঁর শীতলতা ত্যাগ করতে পারে, এমনকি ধর্মরাজও তাঁর ধর্ম পরিত্যাগ করতে পারেন, কিন্তু আমি আমার সত্যপ্রতিজ্ঞা ত্যাগ করার কথা চিন্তাও করতে পারি না’। একেই বলে প্রতিজ্ঞা পালন। জয় বেদযজ্ঞের জয়। দ্বিতীয় পর্ব।

No comments:

Post a Comment