বিশ্বমানব শিক্ষায় পবিত্র
কুরআনের আলো। [ সুরা—৬ আন’আম—১২৬ থেকে ১৩০ আয়াত।]
১২৬) আর এটিই তোমার প্রতিপালক নির্দেশিত সরল পথ।
যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি।
মর্মার্থঃ—আল্লাহ্ নিজে
যেমন উদার ও মহান তেমনি তিনি মানুষকে উদার ও মহান করার জন্য যত রকমের নিদর্শন
দরকার তা প্রেরণ করে চলেছেন এবং এইসব নিদর্শনের মাধ্যমে মানুষকে সহজ সরল পথ দেখিয়ে
চলেছেন।
১২৭) তাদের প্রতিপালকের নিকট
তাদের জন্য রয়েছে শান্তির আলয় এবং তারা যা করত তার জন্য তিনি তাদের অভিভাবক।
মর্মার্থঃ—যারা তাঁর দেওয়া
নিদর্শনের পথ দিয়ে শান্তির আলয়ের দিকে এগিয়ে যেত তারাই তাঁকে অভিভাভক রূপে পেত,
এবং সদায় নিজেদের সাথীরূপেও দেখতে পেত।
১২৮) যেদিন তিনি তাদের সকলকে
একত্র করবেন ( এবং বলবেন) হে জিন সম্প্রদায়! তোমরা অনেক লোককে তোমাদের অনুগামী
করেছিলে এবং মানব- সমাজের মধ্যে তাদের বন্ধুগণ বলবে, হে আমাদের প্রতিপালক! আমাদের
মধ্যে কতক অপরের দ্বারা লাভবান হয়েছে এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারিত
করেছিলে এখন আমরা তাতে উপনীত হয়েছি। সেদিন আল্লাহ্ বলবেন, জাহান্নামই তোমাদের
বাসস্থান, সেখানে তোমরা চিরদিন থাকবে, যদি না আল্লাহ অন্য রকম ইচ্ছা করেন। নিশ্চয়,
তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সবিশেষ অবহিত।
মর্মার্থঃ—আল্লাহ্
প্রজ্ঞাবান ও সকলের বিসয়ে সবিশেষ অবহিত, তাই এই জগতে কে কি করছে ও করেছিল, তা কেউ
তাঁর সামনে উপস্থিত হয়ে অস্বীকার করতে পারবে না। সকলকেই নিজের বিচার নিজেকে করার
অধিকার দেওয়া হবে, এখানে কেউ স্বার্থপর হয়ে নিজের উপকারের কথা ভাবতেও পারবে না।
১২৯) এরূপে ওদের কৃতকর্মের
জন্য যালিমদের এক দলকে অন্য দলের উপর প্রবল করে থাকি।
মর্মার্থঃ—অত্যাচারী
সম্প্রদায়কে অত্যাচারী সম্প্রদায় দিয়েই মুকাবিলা করার ব্যবস্থা করা হয় প্রকৃতির
নিয়মে।
১৩০) ( আমি ওদের বলব,) হে জিন
ও মানব সম্প্রদায়! তোমাদের মধ্য হতে কি রসূলগণ তোমাদের নিকট আসেনি, যারা আমার নিদর্শন
তোমাদের নিকট বিবৃত করত এবং তোমাদের এদিনের সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করত? ওরা
বলবে, আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম। বস্তুত পার্থিব জীবন ওদেরকে প্রতারিত
করেছিল, আর ওরা যে অবিশ্বাসী ছিল তাও ওরা স্বীকার করবে।
মর্মার্থঃ—এই পার্থিব জীবন এতই
চাকচিক্যময় ও মধুর যে জিন হৌক আর মানুষ হৌক কেউ এই জগতের বাইরে যে এক স্থায়ী জগত
আছে সে কথা কিছুতেই অন্তর থেকে মেনে নিতে পারে না, যতদিন পার্থিব দেহে অবস্থান করে
প্রাণসত্তা।
জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র
কুরআনের আলোর জয়।
No comments:
Post a Comment