বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৮৫) তারিখঃ—২৬/ ০৮/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করেই মানুষকে নিজের সনাতন ধর্মে স্থির থেকে
দুঃখের আত্যন্তিক বিনাশ ঘটিয়ে কল্যাণের পথে –এগিয়ে যেতে হয়।]
ইহলোকে কল্যাণ লাভের যত উপায় আছে, জ্ঞানই
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। বেদযজ্ঞ বা জ্ঞানযজ্ঞ করে জ্ঞান- নৌকায় আরোহণ করে মানুষ
সহজেই এই দুস্তর দুঃখসঙ্কুল সংসারসাগর পার হয়ে যেতে সমর্থ হয়। কর্মযজ্ঞ বা কর্মানুষ্টানের সাহায্যে দুঃখের নাশ
ঘটিয়ে নিজের কল্যাণের পথে বা মোক্ষলাভের পথে এগিয়ে যাওয়া বড়ই কঠিন কাজ। যে ব্যক্তি
কপটতাপূর্ণ গৃহস্থ আশ্রমে থেকে পুত্র, স্ত্রী এবং ধনকেই পরম পুরুষার্থ মনে করে,
সেই মূর্খ অজ্ঞানের বশে কুটিল সংসারপথেই বিচরণ করতে থাকে, সে পরমকল্যাণ কোনোদিনই
লাভ করতে পারে না। জয় বেদ ভগবান শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment