Wednesday, 29 August 2018

কুরআন সুরা--৫ মায়িদাহ ৫১ থেকে ৫৫ আয়াত

   বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলোর জয়। [ সুরা—৫ মায়িদাহ—৫১ থেকে ৫৫ আয়াত।]
      ৫১) হে বিশ্বাসীগণ! ইহুদী ও খ্রিষ্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন হবে। নিশ্চয় আল্লাহ্‌ অত্যাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।
      মর্মার্থঃ—মানুষ হয়ে যারা নিজেদের স্বার্থের জন্য ইহুদী, খ্রিস্টান ইত্যাদি জাতিতে ভাগ হয়ে সংকীর্ণ হয়ে পড়েছে, তারা কখনো সেই সংকীর্ণ মনোভাব নিয়ে, নিজের হিংসুটে ও অত্যাচারী মনোভাব ত্যাগ করতে পারবে না। হিংস্র পশু আর হিংসুটে মানুষকে একই গোত্রের জানবে। তেমনি যারা নিজেদের ইহুদী ও খ্রিস্টান ভেবে অহংকার করে, তাদেরকে একে অপরের বন্ধু জানবে। তোমরাও যদি তাদের ন্যায় হিংসুটে ও হিংস্র স্বভাবের হয়ে যাও তাদেরকে বন্ধু করে, তবে তোমরাও তাদেরই একজন হবে। তাই তাদেরকে অনুসরণ ও অনুকরণ করলেই তোমাদের পতন ঘটবে। জেনে রেখো আল্লাহ্‌ অত্যাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না ও নিজের বন্ধুরূপে স্বীকৃতি দেন না।
       ৫২) এবং যাদের অন্তঃকরণে ব্যাধি রয়েছে তুমি তাদেরকে সত্বর এ বলে তাদের সাথে মিলিত হতে দেখবে যে, আমাদের আশংকা হয় আমাদের ভাগ্য বিপর্যয় ঘটবে। হয়তো আল্লাহ্‌ বিজয় অথবা তাঁর নিকট হতে এমন কিছু দেবেন যাতে তারা তাদের অন্তরে যা গোপন রেখেছিল তার জন্যে অনুতপ্ত হবে।
    মর্মার্থঃ—যাদের অন্তর সংকীর্ণ তাদের অন্তঃকরণের ব্যাধি ছোঁয়াচে রোগের ন্যায় দ্রুত গতিতে তাদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই বিশ্বাসীদের এদের থেকে তফাতে থাকা উচিত, যাতে সেই রোগ তাদেরকে আক্রান্ত করতে না পারে।
      ৫৩) এবং বিশ্বাসীগণ বলবে, এরাই কি তারা  যারা আল্লাহ্‌র নামে দৃঢ়ভাবে শপথ করেছিল যে, তারা তোমাদের সঙ্গেই আছে? নিশ্চয় তাদের কাজ নিষ্ফল হয়েছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।
         মর্মার্থঃ—সংকীর্ণমনা জাতি সারা বিশ্বের শাসনভার হাতে নিলেও তারা হতভাগ্য হয়েই থাকবে, তারা কখনও বিশালত্বের স্বাদ গ্রহণ করে অন্তঃকরণের রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবে না ও আল্লাহ্‌কে নিজের সাথী ও বন্ধুরূপে পাবে না।
        ৫৪) হে বিশ্বাসীগণ! তোমাদের মধ্যে কেউ ধর্ম হতে ফিরে গেলে আল্লাহ্‌ এমন এক সম্প্রদায় আনবেন যাদের তিনি ভালবাসেন ও যারা তাঁকে ভালবাসে, তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল ও অবিশ্বাসীদের প্রতি কঠোর। তারা আল্লাহ্‌র পথে জেহাদ করবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করবে না, এ আল্লাহ্‌র অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন। বস্তুত আল্লাহ্‌ প্রাচুর্যময়, প্রজ্ঞাময়।
            মর্মার্থঃ—আল্লাহ্‌ হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক, তিনি প্রাচুর্যময় ও প্রজ্ঞাময়, তিনি কারো অধীনে থাকেন না কিন্তু  তিনি বন্ধু প্রিয়। বন্ধু হয়ে যদি কেউ বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে তিনি তাকে ত্যাগ করতে মুহূর্ত মাত্র সময় নেন না। বিশ্বাসীগণ আল্লাহ্‌র কিতাবের রক্ষক হয়ে আছে, আর তারাই যদি ধর্ম হতে মুখ ফিরিয়ে নেয় তবে তিনি তাদের পরিবর্তে এমন এক সম্প্রদায়কে আনবেন যাদের তিনি ভালবাসেন ও যারা তাঁকেও ভালবাসে, তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল ও অবিশ্বাসীদের প্রতি কঠোর। তারা আল্লাহ্‌র পথে জেহাদ করবে এবং কোন নিন্দুকের নিন্দায় ভয় করবে না, এই আল্লাহ্‌র অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন।
        ৫৫) নিশ্চয়, তোমাদের বন্ধু তো আল্লাহ্‌, তাঁর রসূল ও বিশ্বাসীগণ, যারা বিনত হয়ে নামায কায়েম করে ও যাকাত দেয়।
      মর্মার্থঃ—যারা বিনত হয়ে আল্লাহ্‌র বন্ধু হয়ে, আবার কখনো বান্দা হয়ে তাঁর নিকট থেকে নামাযের ও ইবাদতের মাধ্যমে সত্যজ্ঞান লাভ করে এবং যথাযথভাবে তা মানুষের মধ্যে দান করে, মানুষকে সত্যমুখী ও বিশ্বাসীরূপে গড়ে তোলে তারাই আল্লাহ্‌, তাঁর রসূলগণের ও বিশ্বাসীগণের প্রকৃত বন্ধু।
    জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।

No comments:

Post a Comment