Thursday, 23 August 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩৮২ তাং ২৩/ ০৮/ ২০১৮


    বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৮২) তারিখঃ—২৩/ ০৮/ ২০১৮                                                                  আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদ যজ্ঞ করে তোমরা দূষণ মুক্ত পরিবেশ গড়ে তুলো।]
আমি এই পৃথিবীকে জীবের কর্মভূমি, জ্ঞানপীঠ ও তীর্থভূমি করে বানিয়েছি। এই তীর্থভূমিকে পবিত্র রাখার জন্য সর্বদা আমার যজ্ঞ চলছে। এই যজ্ঞ এক মুহূর্তের জন্য থেমে গেলে সারা পৃথিবী দূষিত পদার্থে পরিপূর্ণ হয়ে যাবে। এই পবিত্র যজ্ঞে আমি জীব জড় সকলকে যুক্ত করে রেখেছি। কেউ এই যজ্ঞে অংশ গ্রহণ না করে নিজের ধর্ম রক্ষা করতে পারে না। তাই জ্ঞানে- অজ্ঞানে সকলে আমার যজ্ঞে নিজের জীবন উৎসর্গ করে পৃথিবীর পরিবেশকে দূষণ মুক্ত রাখার কর্মে নিয়োজিত রয়েছে। একজন নিজের ধর্ম মেনে পরিবেশকে যখনি দূষিত করার চেষ্টা করছে অপরজন নিজের ধর্ম মেনে সাথে সাথে সেই দূষণ থেকে পরিবেশকে মুক্ত করে দিচ্ছে। আমার এই মহৎ যজ্ঞ যখনি বন্ধ হয়ে যাবে, তখনি পৃথিবী দূষিত পদার্থে পরিপূর্ণ হয়ে যাবে। তখন কোন জীব এই পৃথিবীতে প্রাণ ধারণ করে যজ্ঞ করতে সক্ষম হবে না। তোমরা আমার যজ্ঞ বন্ধ করার জন্য চেষ্টা চালাবে, না এই যজ্ঞ চালিয়ে যাবার জন্য সহযোগিতা করবে? তোমাদেরকে জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব করে তৈরী করা হয়েছে এই যজ্ঞের পুরোহিত করে। এখন পুরোহিত হয়ে যদি যজ্ঞের বিরোধীতা কর—তবে তো তোমরা রাক্ষস শ্রেণিতে পরিণত হবে। রাক্ষস, শয়তান ও অসুররা চিরকাল আমার যজ্ঞকে পণ্ড করার জন্যে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আসছে, আজও করে চলেছে। তোমরা পুরোহিত হয়ে যদি সঙ্ঘবদ্ধ না হও তবে রাক্ষসরা তোমাদের যজ্ঞ পণ্ড করবে নিজেদের শক্তিবলে ও তোমাদের তীর্থভূমিকে দূষিত করে তুলবে। এখান থেকে কেউ আর তীর্থভ্রমণের ফল লাভ করতে পারবে না। তোমরা পরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করার ব্রত নিয়ে পুরোহিত নাম নিয়েছিলে, সেই নামেও রাক্ষস, শয়তান, অসুররা কলঙ্ক লেপে দিবে। ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

No comments:

Post a Comment