বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৮৯)
তারিখঃ—৩০/ ০৮/ ২০১৮
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞের আসরে থেকে
সদায় মহাত্মা বিদুরের ন্যায় ধর্মে স্থিত থেকে অধর্মকে বিনাশ করবে, তাহলেই মানব
জীবন সার্থক হবে।]
রাজা
ধৃতরাষ্ট্রের কথা মতো, পাণ্ডবদের কাছে গিয়ে মহাত্মা বিদুর তাঁদের সবকথা জানালেন।
মহারাজ যুধিষ্ঠিরও পাশা খেলা ঠিক নয় জেনেও তাঁর জ্যেষ্ঠতাতের আদেশ মেনে নিয়ে
দুর্যোধনের আমন্ত্রণ স্বীকার করলেন। পাশা খেলার সময়ও বিদুর পাশা খেলার মন্দ দিক
জানিয়ে রাজা ধৃতরাষ্ট্রকে বলেন, ‘ আপনি এখনও বারণ করুন, দুর্যোধনের কথায় রাজী হবেন
না, কুলকে সর্বনাশের থেকে রক্ষা করুন; পাণ্ডবদের সঙ্গে বিরোধ করে তাঁদের আপনার
শত্রু করে তুলবেন না’। পাণ্ডবেরা বনে চলে গেলে ধৃতরাষ্ট্রের মনে অত্যন্ত চিন্তা ও
দুঃখ হয়। তিনি বিদুরকে ডেকে তাঁর দুঃখের কথা বলেন এবং জানতে চান, ‘ এখন আমার কী
করা উচিত যাতে প্রজারা আমার ওপর সন্তুষ্ট থাকে আর পাণ্ডবরাও ক্রুদ্ধ হয়ে আমাদের
কোনো ক্ষতি না করতে পারে’। তাতে বিদুর বলেন—‘রাজন! ধর্ম, অর্থ ও কাম—এই তিন ফলের
প্রাপ্তি ধর্ম থেকেই হয়। রাজ্যের মূল হল ধর্ম, সুতরাং আপনি ধর্মে স্থিত হয়ে
পাণ্ডবদের এবং আপনার পুত্রদের রক্ষা করুন। আপনার পুত্রেরা শকুনির পরামর্শে পূর্ণ
সভাস্থলে ধর্মকে তিরস্কার করেছেন; কারণ সত্যসন্ধ যুধিষ্ঠিরকে ছলনাপূর্বক পাশাখেলায়
হারিয়ে তাঁরা তাঁদের সর্বস্ব ছিনিয়ে নিয়েছেন, এ অত্যন্ত অধর্মের কাজ। আমার
দৃষ্টিতে এটি নিবারণ করার একটিই উপায় আছে, তা করলে আপনার পুত্র পাপ ও কলঙ্ক থেকে
মুক্ত হয়ে প্রতিষ্ঠালাভ করবে। সেই উপায় হলো, আপনি পাণ্ডবদের যা কিছু নিয়ে নিয়েছেন,
সে সব তাদের ফিরিয়ে দিন। রাজার পরম ধর্ম হল, তিনি নিজের স্বত্বেই সন্তুষ্ট থাকবেন,
অন্যের স্বত্ব নেবেন না। আমি যে উপায়ের কথা বলেছি, তাতে আপনার লাঞ্ছনা দূর হবে,
ভাই- ভাইয়ে মতবিরোধ হবে না এবং অধর্মও হবে না। আপনার পুত্রদের সৌভাগ্য যদি একটুও
অবশিষ্ট থাকে, তাহলে শীঘ্রই এই কাজ সম্পন্ন করা উচিত। আপনি মোহবশতঃ যদি এ কাজ না
করেন, তাহলে সমস্ত কুরুবংশ বিনাশ হবে। আপনার পুত্র যদি প্রসন্ন হয়ে এই ব্যাপার
মেনে নেন, তাহলে ঠিক আছে; নাহলে পরিবার ও প্রজার সুখের জন্য আপনি কুলকলঙ্ক,
দুরাত্মা দুর্যোধনকে বন্দী করে যুধিষ্ঠিরকে রাজসিংহাসনে প্রতিষ্ঠিত করুন।
যুধিষ্ঠিরের মনে কারো প্রতি আসক্তি বা দ্বেষ নেই, তাই তিনিই ধর্ম –সহকারে পৃথিবী
শাসন করতে সক্ষম। দুঃশাসন পূর্ণ সভাকক্ষে ভীমসেন ও দ্রৌপদীর কাছে ক্ষমা প্রার্থনা
করবেন। শুধু এটুকু করলেই আপনি কৃতকৃত্য হয়ে যাবেন, আর কিছু বলার নেই’। জয়
বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment