Saturday, 30 December 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৫৪) তারিখ ৩০/ ১২/ ২০১৭

  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৫৪) তারিখঃ—৩০/ ১২/ ২০১৭     আজকের আলোচ্য বিষয়ঃ--[বেদ যজ্ঞ করে আমরা সকলেই আমাদের প্রতিজ্ঞা বা সংকল্প রক্ষা করে সর্বত্র ন্যায় –নীতি- আদর্শকে প্রতিষ্ঠা করবো।]
 বেদ যজ্ঞের মাধ্যমে আমাদের বাক্য প্রাণ চক্ষু কর্ণ তথা সশক্তিক সমস্ত ইন্দ্রিয় এক ব্রহ্ম সত্যে স্থির হয়ে পরিপুষ্টি লাভ করুক।  আমরা যেন কখনো এক ব্রহ্ম সত্যকে পরিত্যাগ না করি, সেই ব্রহ্ম সত্যও যেন কখনো আমাদেরকে পরিত্যাগ না করেন। বেদ যজ্ঞের মাধ্যমে আমাদের যাবতীয় কর্মযজ্ঞ পবিত্র রূপ ধারণ করুক এবং বেদ রামায়ণ মহাভারত ও উপনিষদের আলো নিয়ে আলোকিত হউক আমাদের জীবন। পরমপিতা পরমেশ্বর যেনো ব্রহ্মা- বিষ্ণু – মহেশ্বর, আদ্যশক্তি মহামায়া- মহাকালী- মহালক্ষ্মী- মহাসরস্বতী, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য সহ সমস্ত দেবশক্তিকে নিয়ে সুক্ষভাবে আমার মধ্যে বিরাজ করেন এবং বেদ যজ্ঞকালে আমার হৃদয়ে আসন পেতে স্থির থাকেন।তাই বেদ যজ্ঞ কালে--  যত বাধায় আসুক মোরা আদর্শচ্যুত না হবো
সত্য কথা বলতে মোরা কভু ভয় না পাবো।
মৃত্যু মোদের সাথেই আছে তাকে কেন ভয় করবো
বেঁচে থেকে মরার মতো নীরব হয়ে কেন থাকবো।
বাঁচবো মোরা মানুষ হয়ে দেখবে সব লোকে
মোদের কীর্তি রেখে যাবো এই দুনিয়ার বুকে।
[নিজের ভাবমূর্তি উজ্জ্বল রাখো]
রূপ আছে গুণ নাই মূল্য তার নাই
গুণের পূজারী সকলে দেখো এ দুনিয়ায়।
গুণের কাছে যারা মাথা নত করে
তারাই বুদ্ধিমান হয় এ জগৎ সংসারে।
বৃথা তর্কে কাজ নাই সময় নষ্ট হয়
সময়ের মূল্য বুঝে কাজ করে জ্ঞানী মহাশয়।
সময় থাকতে সবায় জ্ঞান লাভ করো
নিজে ভালো হয়ে সবায় অন্যরে ভালো করো।
জয় বেদ যজ্ঞের জয়। জয় বেদ ভগবানের জয়। জয় বিশ্বমানব শিক্ষার জয়।

No comments:

Post a Comment