Thursday, 28 December 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৫২) তাং ২৮/ ১২/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৫২) তারিখঃ—২৮/ ১২/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদশাস্ত্রে বলা হয়েছে পুরুষ বা নারী কেউই অবাঞ্ছিত নয়, এরা উভয়েই ঈশ্বরের পরম পবিত্র সৃষ্টি।]
বেদযজ্ঞ থেকেই সকলের সৃষ্টি। তাই বেদযজ্ঞের ন্যায় পবিত্র কর্ম আর দ্বিতীয় নেই। বেদযজ্ঞের দ্বারাই ঈশ্বরের জ্ঞান- বিজ্ঞানের ঘর থেকে নারী- পুরুষের সৃষ্টি। অতএব পুরুষ বা নারী কেউই অবাঞ্ছিত নয়, এরা উভয়েই ঈশ্বরের পরম পবিত্র সৃষ্টি। এদের উভয়ের মধ্যেই চির শাশ্বত আত্মার নির্মল প্রকাশ ঈশ্বরের জ্ঞান- বিজ্ঞানের ঘর বা বিশ্বমানব শিক্ষা পুরী থেকে। পুরুষের কর্ম্মক্ষেত্র ঘরের বাইরে হবার কারণে তার মধ্যে বহির্জীবনের যোগ্যতার প্রাচুর্য থাকে। তার মধ্যে স্বাভাবিক ভাবেই শক্তি, প্রভাব, উপার্জন ও চাতুর্যের বাহুল্য থাকে। কিন্তু বহির্জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের ফলে সে তার আত্মিক সদগুণ অনেকাংশে ফেলে। সেদিক দিয়ে দেখতে গেলে নারীর কোমলতা, সরল মনোভাব, বিশ্বস্ততা, আত্মত্যাগ, দয়া, প্রেম ও বাৎসল্যের মাত্রা পুরুষদের তুলনার অনেক বেশী। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment