[ পবিত্র গীতার বাণী অনুসারে প্রত্যেক মানুষের অন্তরে চলছে “ কি করা উচিত
আর কি করা উচিত নয়” এই নিয়ে অহরহ দ্বন্ধ। এই অন্তরের দ্বন্ধ নিয়ে গীতার
দ্বিতীয় অধ্যায়ে অর্জ্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের সামনে প্রতিজ্ঞা করলেন,
তিনি যুদ্ধ করবেন না, তখনি গীতা শেষ হয়ে যাবার কথা। ভগবান শ্রীকৃষ্ণ
বীরপুরুষ অর্জ্জুনের অন্তর দ্বন্ধের আঘাতে আঘাতে জর্জরিত দেখে ও তাঁকে
বিষাদগ্রস্ত দেখে আত্মতত্ত্বের কথা শুরু করলেন ভারতীয় ঋষিদের পথ ধরে।
দুর্বল মানুষকে সবল করতে হলে যা চিরন্তন সত্য সেই কথায় উপস্থাপন করতে হয়।
জাতিতে জাতিতে, আত্মীয়ে আত্মীয়ে দ্বন্ধ, এই দ্বন্ধের তো শেষ করতেই হবে।
দ্বন্ধ শেষ না হলে কখনো সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। এই
শান্তি প্রতিষ্ঠার জন্যই ধর্ম্মযুদ্ধ, আর এই যুদ্ধ যদি অর্জুন না করেন তবে
তো রাষ্ট্রের বুকে সেই দুর্যোধন – দুঃশাসনের অশান্তিময় যুগের অবসান হবে না।
তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মানব জীবনের শ্রেষ্ঠ পথের সন্ধান দিতে শুরু
করলেন। আজকে সকলের জন্য গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের ১৬ থেকে ২৪
শ্লোক প্রদত্ত হলো।]
No comments:
Post a Comment