[ শ্রী শ্রী গীতা মহাযজ্ঞে সামিল হওয়ার জন্যে সকলকে আহ্বান জানাই]
গীতা আমাদের পরম আশ্রয়।
গীতাই আমাদের জীবন। গীতার জ্ঞানকে আশ্রয় করে ঈশ্বর তাঁর সৃষ্টিকে ধরে রেখেছেন।
আমরা গীতা মহাযজ্ঞ শুরু করেছি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে—সেই সাথে
মানব জাতিকে আত্মজ্ঞানে ভরপুর করে পরম কল্যাণময় পথে নিয়ে প্রতিষ্ঠা করার জন্যে—আসুন
আমরা সকলে ফেসবুকের মাধ্যমে এই গীতা মহাযজ্ঞকে সাফল্যমণ্ডিত করে তুলি—নিজে গীতার
জ্ঞানে জ্ঞানী হয়ে সেই জ্ঞানের আলো সারা বিশ্বের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিই। এই
যজ্ঞে সবায় সামিল হয়ে নিজ নিজ দায়িত্ব পালন করুন ও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হয়ে
উঠুন। এই মহাযুদ্ধে অংশ গ্রহণ করতে ভুলবেন না – সবায় আমার প্রণাম নমস্কার ভালবাসা
ও শুভেচ্ছা গ্রহণ করবেন।
No comments:
Post a Comment