বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৪৩) তারিখঃ—১৯/
১২/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞের তিনটি
পালনীয় কথা।]
তিনটি
শক্তির সাধনা করবে---(১) শুভ ইচ্ছাশক্তি (২) শুভ কর্মশক্তি (৩) শুভ জ্ঞানশক্তি।
তিনটি
তিথিতে ভগবানের সমীপে থাকবে—(১) একাদশী (২) পূর্ণিমা (৩) অমাবস্যা।
তিনজনের
সামনে সর্বদা নতো থাকবে—(১) গুরু (২) মাতা (৩) পিতা।
তিনটি
গুণ সর্বদা হৃদয়ে ধরে রাখবে—(১) দয়া (২) ক্ষমা (৩) বিনয়।
তিনের
ভরণ- পোষণের দায়িত্ব পালন করবে—(১) মাতা-পিতা (২) স্ত্রী- সন্তান (৩) দীন- দুঃখী।
তিনকে
প্রতিদিন প্রণাম করবে—(১) ঈশ্বর (২) মাতা- পিতা, পতি ইত্যাদি গুরুজন (৩) সাধু-
মহাত্মা।
তিনের
দুরবস্থায় বিশেষ মনোযোগ দিবে—(১) বিধবা নারী (২) অনাথ শিশু (৩) পীড়িত ও অনাশ্রিত
প্রাণী।
তিনের
সম্মান করবে—(১) বৃদ্ধ (২) ব্রাহ্মণ (৩) নির্ধন ব্যক্তি।
তিনের
সামনে নম্র থাকবে—(১) শিক্ষক (২) বিদ্বান (৩) রাজপুরুষ।
তিনকে
ঘৃণা করবে না—(১) রোগী (২) আর্ত (৩) নীচু জাতির মানুষ ।
তিনকে
অন্তর থেকে ঘৃণা করবে—(১) পাপ কাজ (২) অভিমান (৩) মনের মালিন্য।
তিনের
সদায় চিন্তা করে কাজ করবে – (১) ভগবান (২)
সাধুবাক্য (৩) সদাচরণ।
তিন
মহাশক্তির আশ্রয় গ্রহণ করে থাকবে—(১) ভগবানের শরণাগতি (২) ভগবদকৃপা (৩) আত্মশক্তি।
তিন
শক্তি নিয়ে সদা জাগ্রত থাকবে—(১) নম্রতা (২) সরলতা (৩) ঈশ্বর বিশ্বাসী।
তিনের
সেবায় নিজের সৌভাগ্য জানবে—(১) মাতা- পিতার (২) সাধু- মহাত্মার (৩) দুঃখী জীবের।
তিনের
সেবায় কখনোও সঙ্কোচ করবে না—(১) দেশসেবার মাধ্যমে নিজের মিত্রের (২) নিজ পত্নী বা
স্বামীর (৩) অতিথির।
তিন
বিষয় থেকে নিজেকে সর্বদা পৃথক রাখবে—(১) পরচর্চা (২) ঝগড়া- বিবাদ (৩) নেতাগিরি।
তিন
যোগের উপর সর্বদা নিজের জীবনকে ধরে রাখবে—(১) কর্মযোগ (২) জ্ঞানযোগ (৩) ভক্তিযোগ।
জয়
বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment