Wednesday, 20 December 2017

গীতা বিশ্বমানবের জাতীয় গ্রন্থ

 [ গীতা আধ্যাত্মিক বিজ্ঞানের আলোতে আলোকিত বিশ্বমানবের জাতীয় গ্রন্থ।]                            গীতা মানব জাতির জীবন দর্শন। গীতা কোন দল গড়ে নাই। এই উক্তি ডঃ মহানামব্রত ব্রহ্মচারীর। তাঁর বাংলায় অনুবাদই আজকে পোস্ট করেছি। তিনি নিউইয়ার্ক শহরের একটি সভায় গীতার প্রসঙ্গে বলেন--- এই ক্ষুদ্রায়তন একটি গ্রন্থের এত গৌরব কেন? তাহা বলি, শুনুন। মনে করুন, কোন বন্ধুর গৃহে যাইবেন। বাহির হইয়াছেন পথে। কিন্তু চিনেন না তাঁহার বসতি স্থান। পথচারীদের জিজ্ঞাসা করেন। এক এক জন এক এক পথ দেখান। সকলেই নিজ পথ ঠিক বলেন। অন্যপথ ভ্রান্ত বলিয়া মন্তব্য করেন। আপনি কেবল ঘুরিতেছেন। ঘুরিতে ঘুরিতে দৈবক্রমে আপনার দেখা হইল, যাহার গৃহে যাইবেন তাঁহার সঙ্গেই। তিনি বলিলেন---" আমার বাড়ী যাইবার । আসুন!" ইহার পরও কি আপনি আবার কোন পথচারীর কাছে পথের সন্ধান জিজ্ঞাসা করিবেন ? যাঁহার বাড়ী যাইবেন, তিনিই যখন পথ-- প্রদর্শক, তখন আর চিন্তা কি ? " যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মবিনিঃসৃতা।" পদ্মনাভ শ্রীগোবিন্দের মুখপদ্ম হইতে বিনিঃসৃতা গীতার বাণী জগজ্জীবের সর্বোত্তম পথপ্রদর্শক । তাই এই গ্রন্থ মানব জাতির জাতীয় গ্রন্থ

No comments:

Post a Comment