Monday, 18 December 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৪২ তাং ১৮/ ১২/ ২০১৭

                  বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৪২) তারিখঃ—১৮/১২/ ২০১৭                                                                               আজকের আলোচ্য বিষয়ঃ--[ রামভক্ত মহাত্মা গান্ধীজীর ভারতবর্ষকে ‘রামরাজত্ব’ রূপে গড়ে তোলার স্বপ্ন একদিন সত্য হবেই, সেই কাজই শুরু হয়েছে ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বেদযজ্ঞের মাধ্যমে।]
রাষ্ট্র যদি ইচ্ছা করে সমাজকে শান্তিময় করতে, তাহলে সেই উদ্দেশ্য সাধনে রামায়ণের মতো শক্তিশালী গ্রন্থ আর দ্বিতীয় এ পৃথিবীতে নেই। প্রাচীনকালের ভারতীয় আর্য ঋষিরা ইহা ভালভাবেই জানতেন। আর আজও ইহা একটা বলবার মতো খবর যে, অল্পদিন পূর্বে রাশিয়ায় শ্রীরামচরিতমানস অনুদিত হয়ে ঘরে ঘরে স্থান পাচ্ছে। শ্রীরামকে পুরুষোত্তম বলে না মানলেও রামকথা অনুশীলনে যে পুরুষকে উত্তম করে, একথা রাশিয়ার কমিউনিস্টরাও মানে। আর মানুষ উত্তম না হলে যে রাষ্ট্র বা সমাজ উত্তম হয় না ইহা সকলেই জানে। বর্তমানে সেই প্রলয়বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী সারা বিশ্ব ছুটে চলেছেন। আমাদের প্রধানমন্ত্রীর সাথে সুর মিলিয়ে আমরাও বিশ্বাস করি রামভক্ত মহাত্মা গান্ধীজীর ‘ রামরাজত্ব’ ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত হতে চলেছে। ভারতবাসী আবার রামায়ণের আদর করতে শিখবেই। প্রাচীন গৌরবে ভারত আবার আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে প্রতিষ্ঠিত হবেই। জয় শ্রীরাম। ভারত মাতার জয়।

No comments:

Post a Comment