Saturday, 16 December 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৪০ তাং ১৬/ ১২/ ২০১৭

                 বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৪০) তারিখঃ—১৬/ ১২/ ২০১৭
আজকের আলোচ্য বিসয়ঃ—[ বেদ ভগবান শ্রীবিষ্ণু কিভাবে যুগে যুগে অবতীর্ণ হন এবং সনাতন ধর্মকে রক্ষা করেন।]
যুগ হচ্ছে চারটি সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি। প্রত্যেক চতুর্যুগের অন্তে বেদাদি লুপ্ত হয়ে যায়, সেইসময় সপ্তর্ষিগণই স্বর্গলোক থেকে অবতীর্ণ হয়ে তার প্রচার করেন। প্রতি সত্যযুগের আদিতে মানুষের ধর্ম – মর্যাদা স্থাপন করার জন্য স্মৃতিশাস্ত্রের রচয়িতা মনুর প্রাদুর্ভাব হয়; সেই মন্বন্তরের অন্ত পর্যন্ত তৎকালীন দেবতাগণ যজ্ঞ- ভাগ ভোগ করে থাকেন। স্থিতিকারক ভগবান বিষ্ণু চার যুগে নিজের মতো করে ব্যবস্থা করেন এবং সর্বভূতের মঙ্গলের ব্যবস্থা করেন। সমগ্র প্রাণীদের কল্যাণে তৎপর এই সর্বভূতাত্মা সত্যযুগে কপিল ইত্যাদি রূপ ধারণ করে পরম জ্ঞানের উপদেশ প্রদান করেন এবং বেদযজ্ঞের মাধ্যমে পরম সত্যকে প্রতিষ্ঠা করেন। ত্রেতাযুগে তিনি সর্বসমর্থ প্রভু চক্রবর্তী ভূপাল হয়ে দুষ্টদের দমন করে ত্রিলোককে রক্ষা করেন। দ্বাপরযুগে তিনি বেদব্যাসরূপ ধারণ করে একই বেদকে চারভাগে ভাগ করেন এবং বহুশাখায় বিভক্ত করে তাকে বহু ভাগে বিস্তারিত করেন। এইভাবে দ্বাপরে বেদের বিস্তার করে কলিযুগের শেষে ভগবান কল্কিরূপ ধারণ করে দুরাচারী মানুষদের সৎপথে প্রবৃত্ত করেন। এইভাবে অনন্তাত্মা প্রভু ভগবান শ্রীবিষ্ণু এই সমগ্র জগতের উৎপত্তি, পালন এবং বিনাশ করতে থাকেন। এই জগতে এমন কোনো বস্তু নেই, যা তাঁর থেকে ভিন্ন। জয় বেদ ভগবান শ্রীবিষ্ণুর জয়।

No comments:

Post a Comment