Sunday, 17 December 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১৪১ তাং ১৭/ ১২/ ২০১৭

      বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১৪১) তারিখঃ—১৭/ ১২/ ২০১৭  আজকের আলোচ্য বিষয়ঃ--[আঞ্চলিক দল- মত- সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে,  বেদযজ্ঞের মাধ্যমে ভারত গড়ার স্বপ্ন দেখাও ভারতবাসীকে, এই পথই তোমাদের সবার জন্য কল্যাণদায়ক পথ।]
হে ভারত, তুমি কি মানবশ্রেষ্ঠ এই কার্য করতে সক্ষম? আমি তোমার সব পরাক্রম ভালোভাবে জানি, তুমি ভারত হয়ে অখণ্ড ভারতবর্ষ গড়ে –তোলার স্বপ্নে বিভোর হয়ে আছো। তোমার স্বপ্ন সবার স্বপ্ন হয়ে উঠবে, এগিয়ে চলো জয় ভারতমাতা ধ্বনি দিতে দিতে। তোমার পথ সবার কল্যাণদায়ক পথ। তোমার গতি- বেগ- তেজ- ফুর্তি অবরুদ্ধ করার শক্তি কারো নেই। হে ভারত, তুমি নীতিশাস্ত্রের পণ্ডিত, বল- বুদ্ধি- পরাক্রমের ভাণ্ডার, দেশ- কাল- অনুসরণ এবং নীতিপূর্ণ আচার- আচরণ – এসব একসঙ্গে কেবল তোমার মধ্যেই চির- উজ্জ্বল। তুমি ভারত নক্ষত্র হয়ে কিভাবে নিজের বুদ্ধি- বল- বীর্য- তেজ- পরাক্রম ও বিদ্যাকে হেয় প্রতিপন্ন করে ক্ষুদ্র- আঞ্চলিক চিন্তা-ভাবনাতে আবদ্ধ হতে পারো?  জয় ভারত মাতার জয়।

No comments:

Post a Comment