Sunday, 29 July 2018

কুরআন সুরা--৩ আলে-- ইমরান ৮১ থেকে ৮৫ আয়াত

      বিশ্বমানব শিক্ষায় পবিত্র কুরআনের আলো। [ সুরা—৩ আলে- ইমরান—৮১ থেকে ৮৫ আয়াত।]
 ৮১) আর যখন আল্লাহ্‌ নবীদের অঙ্গীকার নিলেন যে, আমি তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞা দিচ্ছি তোমাদের কাছে যা আছে তার সমর্থকরূপে, যখন একজন রসূল আসবে তখন নিশ্চয় তোমরা তাকে বিশ্বাস করবে এবং অবশ্য তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি স্বীকার করলে? এবং এ সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাক এবং আমিও তোমাদের সাক্ষী রইলাম।
      মর্মার্থঃ--- সকলেই অন্তরে সত্যজ্ঞানের আলো নিজে জন্মায় এই পৃথিবীর বুকে, এই সত্যটা আরো উজ্জ্বল হয়ে দেখা যায় তাদের অন্তরে, আল্লাহ্‌ যাদের মনোনীত করেন নিজের কিতাব ও প্রজ্ঞা দিয়ে। যারা আল্লাহ্‌র এই কৃপা পেয়ে   সকলের মাঝে আলোকিত হন, তাঁরাই রসূল, নবী নামে পরিচিত হয়ে, তখন  আল্লাহ্‌র আলোর বর্তিকা নিয়ে ছূটে চলেন দিকে দিকেএই আলো দেওয়ার সময় তাদের সাথে আল্লাহ্‌র অঙ্গীকার করা থাকে, তারা কোন নবী- রসূলকে অস্বীকার করবে না, একে অপরকে সাহায্য করবে এবং  সত্যকে প্রতিষ্ঠা করবে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠার জন্যে। এই কাজের সাক্ষী যেমন রসূল নবীরা থাকবেন তেমনি সকলের উপরে সাক্ষী থাকবেন আল্লাহ্‌ নিজে। 
      ৮২) অতএব এরপর যারা মুখ ফিরিয়ে নেবে, তারা (অবশ্যই) সত্যত্যাগী।
        মর্মার্থঃ—এই আলো ও সত্যজ্ঞান পাবার পরেও যারা নিজের অঙ্গীকার রক্ষা করতে পারে না, এবং একে অপরকে দেখলে মুখ ফিরিয়ে নেয় বা নিজের প্রতিষ্ঠার জন্যে একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু করে, তারা অবশ্যই সত্যত্যাগী। এরা কেউ আল্লাহ্‌র ধর্ম বা মনোভাব উপলব্ধি করতে সক্ষম হয় না।
         ৮৩) তারা কি আল্লাহ্‌র ধর্মের পরিবর্তে অন্য ধর্ম চায়? অথচ আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্তই স্বেচ্ছায়  অথবা অনিচ্ছায় তাঁর কাছে আত্মসমর্পণ করেছে। আর তাঁরই কাছে ফিরে যাবে।
       ভাবার্থঃ—আল্লাহ্‌র মনোভাব বা মনের ইচ্ছায় তাঁর ধর্ম, তাঁর মনের ইচ্ছার বাইরে কে কোন কর্ম করে নিজের ধর্ম পালন করতে চায়? আকাশ ও পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্তই তাঁর মনের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেছে এবং তাঁর ইচ্ছাশক্তি, ক্রিয়াশক্তি ও জ্ঞানশক্তির অধীনে নিজ নিজ স্বভাব অনুযায়ী তাঁর কাছে ফিরে যাবার জন্য কর্ম করে চলেছে।
         ৮৪) বল, আমরা আল্লাহ্‌তে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং ইব্রাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাঁর বংশধরগণের প্রতি যা অবতীর্ণ হয়েছিল এবং যা মুসা, ঈশা ও অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের নিকট থেকে প্রদান করা হয়েছে, তাতে বিশ্বাস করি, আমরা তাদের মধ্যে কোন পার্থক্য করি না এবং আমরা তাঁরই নিকট আত্মসমর্পণকারী।
      ভাবার্থঃ—এই আয়াতে যত নবী ও রসূলের নাম আছে উদাহরণ স্বরূপ, এদের ছাড়াও লাখ লাখ নবী- রসূল এই পৃথিবীর বুকে এসছেন এবং তাঁরা সকলেই আল্লাহ্‌র মনের সাথে নিজের মনকে যুক্ত করে তাঁর ধর্মকে মেনে তাঁরই নিকট আত্মসমর্পণ করে তাঁর ইচ্ছাশক্তি, ক্রিয়াশক্তি ও জ্ঞানশক্তি বলে কাজ করে গেছেন সত্যজ্ঞানকে প্রতিষ্ঠা করার জন্য। তাঁর ইচ্ছা ব্যতিরেকে তাঁদের কোন ভাল- মন্দ কাজ করার শক্তি থাকে না।
      ৮৫) কেউ ইসলাম ছাড়া অন্য ধর্ম চাইলে তা কখনও গ্রহণ করা হবে না এবং সে হবে পরলোকে ক্ষতিগ্রস্তদের দলভুক্ত।
          মর্মার্থঃ—ইসলাম হচ্ছে আল্লাহ্‌র পবিত্র মনোভাব। আল্লাহ্‌র পবিত্র মনের সাথে যারা নিজের মনকে যুক্ত করে নিজের ইচ্ছাশক্তি- কর্মশক্তি ও জ্ঞানশক্তিকে শুভ কাজে নিয়োজিত করতে চায় তারাই কেবল এই পথে আসতে পারে, এবং ইসলাম গ্রহণ করতে পারেকোন অশুভশক্তি, যাদের অন্তরে পবিত্র জ্ঞান নেয় তাদেরকে এখানে গ্রহণ না করার কথা বলা হয়েছে। যারা আল্লাহ্‌র পবিত্র মনোভাবের সাথে নিজের মনের ভাবকে যুক্ত করে ইসলাম বা পবিত্র হবে না, পরলোকে তারাই ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে।  
     জয় বিশ্বমানব শিক্ষা ও পবিত্র কুরআনের আলোর জয়।

No comments:

Post a Comment