Thursday, 26 July 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩৫৪ তাং ২৬/ ০৭/ ২০১৮

   বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৫৪) তারিখঃ—২৬/ ০৭/ ২০১৮  
আজকের আলোচ্য বিষয়ঃ—[ পৃথিবীতে আমাদের আয়ু ছায়া স্বরূপ তাই বেদ যজ্ঞ করেই সযত্নে ভক্তি সহকারে বেদ ভগবানের অন্বেষণ করো।]
বেদ যজ্ঞ করে যদি তুমি বেদ ভগবানের খোঁজ না করো তবে তিনিও তোমার খোঁজ করবেন না। বেলা শেষ হলেই অন্ধকার নেমে আসবে তখন আর নিজের ছায়া দেখতে পাবে না। অগাধ পাতালে আলোবিহীন অবস্থায় কাউকে তখন খুঁজে পাবে না যে তোমাকে সামান্য একটু আলো দান করে পথ দেখাবে। তাই আলো থাকতে যদি তুমি সযত্নে বেদ যজ্ঞ করে বেদ ভগবানের অন্বেষণ করো, সর্বশক্তিমানের নিকট যদি সাধ্যসাধন করো, যদি নির্মল ও সরল হও, তবে তিনি এখনও তোমার নিমিত্ত জেগে উঠে তোমার ধর্মনিবাস বা ধর্মক্ষেত্র আলোময় ও শান্তিযুক্ত করে তুলবেন। এই অবস্থাযুক্ত হলে আর তোমাকে অন্তিম দশায় আলো আলো করে চিৎকার করতে হবে না। এই অন্তিম দশা অতিশয় উন্নত হবে এবং বেদ ভগবানের দেখানো আলো নিয়ে সর্বত্র স্বেচ্ছায় স্বর্গ – মর্ত্য – পাতালের যেখানে খুশী ভ্রমণ করতে পারবে। জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment