বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযান(৩৫৭) তারিখঃ—২৯/ ০৭/ ২০১৮ আজকের
আলোচ্য বিষয়ঃ-- [ বেদযজ্ঞ করে যুবশক্তিকে নূতন সৃষ্টির আলো দেখাও]
আর মিথ্যা স্বাধীনতা
নয়। যুবশক্তি জাগ্রত হও। সত্য,ত্যাগ, ও সেবার মন্ত্রে দীক্ষা নিয়ে নূতন সৃষ্টির কাজে তোমাদের শক্তিকে ব্যবহার
করতে শেখো। দালালদের হাতে দেশটাকে আর ছেড়ে দিও না।নিজের দেশবাসীর দায়িত্ব নিজের
কাঁধে তুলে নাও। কাউকে নেতা বানাবার আগে দেখো সে নিজেকে জানে কিনা? যার আত্মজ্ঞান
হয়নি, সে কীভাবে নিঃস্বার্থভাবে দেশ সেবা করবে? যে সত্য, ত্যাগ ও সেবায় দীক্ষা
নেয়নি, সে কীভাবে দেশপ্রেমিক হবে? তোমরা আর শয়তানকে ছায়া সঙ্গী করে চলো না।তোমরা
স্বয়ং ঈশ্বরকে ছায়াসঙ্গী করে তাঁর শক্তিতে বলীয়ান হও-স্বামী বিবেকানন্দ, নেতাজী
সুভাষ চন্দ্র বোস,ভগ্নি নিবেদিতার মতো। নিজের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে নূতন কিছু
করে দেখাও দেশবাসীকে। নিজে আদর্শ মানুষ হয়ে, সকলকে সৃষ্টি করে যাও দেশের সম্পদ রূপে। মনে রেখো তোমরা জন্ম থেকে
বিশ্বমানব শিক্ষার কর্মী। তাই সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে কোনো আঞ্চলিক দলমত
গঠন করতে গিয়ে যুবশক্তির অপব্যবহার করবে না। তোমরা পৃথিবীর সন্তান, তার উপাদান
নিয়ে তোমাদের দেহগঠিত, তোমাদের মন-বুদ্ধি- অহংকার [আমিত্ব] ঈশ্বরের
জ্ঞান-বিজ্ঞানের ঘরের সাথে যুক্ত তাই তোমরা সংকীর্ণ নও- তোমরা ব্যাপ্তির উদ্দেশ্যে
যাত্রা করো প্রচন্ড শক্তিকে জাগ্রত করে। নিজের দিব্য স্বরূপের প্রতি বিশ্বাস রেখে
এগিয়ে যাও সংঘবদ্ধ রূপ নিয়ে দেখবে ভয়ে সব শয়তান ধ্বংস হয়ে যাবে পৃথিবীর বুকে।
তোমরাই এই পৃথিবীকে স্বর্গরাজ্যে পরিণত করতে পারবে। বর্তমান কোনো রাজনৈতিক দলের নেতাদের
দ্বারা শুভ কাজ হবে না, তা তোমরা দেখতে পাচ্ছো সত্তর বছর ধরে। তোমরা সবাই সংঘবদ্ধ
হও বিশ্বমানব শিক্ষার মঞ্চে। এখানে কোনো সংকীর্ণতা নেই। পবিত্র সংগঠন কেবলমাত্র মানবজাতির মঙ্গলের জন্যে ও এই পৃথিবীকে মানুষের স্বর্গ
বানানোর জন্য। এই মঞ্চে আসার সাথে সাথে তোমাদের শুভবুদ্ধির উদয় ঘটবে এবং জ্ঞান ও
শক্তি হাজার গুন বৃদ্ধি পাবে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের জয়।
No comments:
Post a Comment