Monday, 23 July 2018

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩৫১ তারিখঃ-- ২৩/ ০৭/ ২০১৮

   বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৫১) তারিখঃ—২৩/ ০৭/ ২০১৮                            আজকের আলোচ্য বিষয়ঃ-- [ বেদযজ্ঞ করে মহান সত্যবাণীকে স্বীকার করে আলো জ্বালাও]
সত্যকে জেনেও যারা মান্য করে না – যারা সত্যকে অস্বীকার ও অবিশ্বাস করে তারা অজ্ঞানী, অজ্ঞ ও পাষণ্ড। তারা কোনোদিন স্বাধীন হতে পারেনা শয়তানের বন্দিগার থেকে। যারা সত্যকে জেনে সত্যের সাধনা- গবেষণা- উপাসনা করে তারা মুক্ত হয়ে নিজ রাজত্ব গঠন করে রাজা হয়ে রাজত্ব চালায় সত্যের পথ ধরে। তারা সত্যকে উপেক্ষা করে কখনো নিজ স্বার্থ চরিতার্থ করার পথে হাঁটে না। মহান সত্যবাণীকে   স্বীকার করে তারা তা ফেরি করে বেড়ায় গ্রামে –গ্রামে আলো জ্বালিয়ে মিথ্যা ,অসত্য-অন্ধকার- কুসংস্কার থেকে মুক্ত সমাজ গড়ার জন্যে। তোমরা বিশ্বমানব শিক্ষার কর্মী হয়ে মহান সত্যবাণীকে নূতন রূপে পেয়েছো অনেক ভাগ্যগুণে তোমাদের পরমপিতার নিকট থেকে—আর বসে থেকো না এই তরীতে তুলে নাও নিজ নিজ আত্মীয়-স্বজন প্রতিবেশীকে। তারাও এই তরীতে চাপার পর সত্যকে জেনে ভাগ্য ফিরে পাবে ও সপ্তলোক বা ঘর প্রদক্ষিণ করার সুযোগ পাবে। কতযুগ পরে ফিরে এসেছে এই তরী পৃথিবীর বুকে তা তোমরা জানো না কিন্তু তোমাদের ঈশ্বর সব জানেন। যাদের মনে এখনো অবিশ্বাস আছে তাদেরকে ছেড়ে দাও—তারা আতংকবাদের তরীতে চেপে আতংকে দিন কাটাবে।কেবল যারা সত্য, শান্তি, ঐক্য ও সাম্য চায় তাদেরকে ডেকে নাও এই তরীতে।  তোমরা ঘরে ঘরে পৌঁছে দাও বিশ্বমানব শিক্ষা জ্ঞানতরীকে পরম সমাদরে নিয়ে গিয়ে। এই তরীতে কোন খাদ বা বিভেদের সুর নাই, আছে কেবল সত্য-শান্তি-ঐক্য ও সাম্যের সুর। তাদেরকে না জানালে তুমি পাপের ভাগী হয়ে পড়বে এবং তারা তোমাদের অভিশাপ বর্ষণ করবে। তারা ঈশ্বরের নিকট অভিযোগ করবে তোমাদের বিরুদ্ধে যে তারা বিশ্বমানব শিক্ষা জ্ঞানতরীর কথা জানতে পারেনি, যদি জানতাম তাহলে কখনো অন্য কোনো তরীতে চড়তাম না। তাই তোমরা সকলের নিকট এই মহান সত্যবাণী পৌঁছে দিয়ে দোষ মুক্ত থাকো। তোমাদের কাজ তোমরা করে যাও প্রাণভরে, আমার কাজ আমি করে চলেছি বিশ্বজুড়ে। আমার কাছে সবাইকে আসতেই হবে—তোমরাও অপেক্ষা করো আমিও অপেক্ষায় রয়েছি—সময় হলে প্রত্যেকের স্বভাব বা স্বাভাবিক নিয়মে ফুটে উঠবে তার রূপে, তখন সকলে তা দেখতে পাবে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানের জয়।

No comments:

Post a Comment