বিশ্বমানব শিক্ষা
ও বেদযজ্ঞ অভিযান(২১) তারিখঃ—১৯/ ০৮/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা* জঙ্গীপুর* মুর্শিদাবাদ*
পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞের দ্বারাই পরম
ব্রহ্মকে লাভ করা যায়, সত্যই পরম ব্রহ্ম, সত্য সাধনাই মানুষের একমাত্র তপস্যা।
জগতে যা কিছু শ্রেষ্ঠ বস্তু আছে তার মূলে রয়েছে সত্য। তাই সত্য অপেক্ষা বড় আর
কিছুই নাই।]
মানুষের অন্তরে
সত্যকে জানার আগ্রহ জন্মালেই তার ব্রহ্মচর্য নামক অখণ্ড শিক্ষা শুরু হয়ে যায় জীবন
পথে নিজের অজানতে। নিজের অজানতে এমন এমন জীবনে বাধা- বিঘ্ন আসতে শুরু করে যে তাদের
সামাল দিতে গিয়ে শুভবুদ্ধির উদয় ঘটতে থাকে। না ঠেকলে বুদ্ধি বাড়ে না, তাই প্রকৃতির
নিয়মেই এই সব বাধা বিঘ্ন আসতে থাকে মানুষের জীবনে, তাকে সত্যের পথে স্থির করার
জন্য। এই সংগ্রামের ফলেই সে লাভ করে ব্যাধিহীন জীবন, প্রশান্ত মন। এই মন মনন করতে
করতে আত্মার সন্ধান পায় নিজের হৃদয় মন্দিরে। তারপরেই আত্মার যাত্রা শুরু হয়
পরমাত্মার সন্ধানে। এই সন্ধান করতে গিয়েই মানব সন্তানের দৈহিক, মানসিক, নৈতিক ও
আত্মিক শিক্ষা হয়ে যায় প্রকৃতির কোলে বসেই, আর্য্য ঋষিদের পদাঙ্ক অনুসরণ করে।
আত্মা কী, কোথায় থাকে, কী প্রকারে দর্শন হতে পারে আত্মার, এই ভাবনা তখন মানব
সন্তানের পেয়ে বসে এবং সেই চিন্তায় তার নিত্য ধ্যানজ্ঞানের সঙ্গী হয়ে যায়। এই
সত্যসাধনা করতে গিয়েই মানব সন্তানের ঘরে বসেই তন্ত্রসাধনা, যোগসাধনা ও জ্ঞানসাধনা
প্রকৃতির নিয়মেই হয়ে যায়। তখন সে আর নিজের মধ্যে আবদ্ধ থাকতে পারে না, সে দেখতে
পায় নিজের আত্মার সাথে বিশ্বাত্মার যোগ। জীবাত্মা ও বিশ্বাত্মায় বস্তুতঃ কোন তফাৎ
নেই। বিন্দুজল সিন্ধুজল মূলতঃ একই। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়। জয় বেদমাতা,
বিশ্বমাতা ও ভারতমাতার জয়।
No comments:
Post a Comment