বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩৩)
তারিখঃ- ৩১/ ০৮/ ২০১৭ স্থানঃ- ঘোড়শালা* জঙ্গীপুর* মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদযজ্ঞ করে সদায়
ব্রহ্মভুত হয়ে বিরাজ করবে এই সংসার ভূমিতে।]
“ বাসুদেবঃ সর্ব্বং” এই জ্ঞানধনে যিনি ধনী,
তিনিই ব্রহ্মভূত এই সংসার ভূমিতে। তিনি সদায় বেদযজ্ঞে রত থেকে,সর্ব্বদা
অন্তরাত্মায় প্রাপ্ত চিন্ময় আনন্দে নিমজ্জিত থাকেন। তাঁর কোন শোক নেই, কোন
আকাঙ্ক্ষা নেই। সর্ব্বদা প্রশান্ত চিত্ত এবং সর্ব্বত্র ভেদদৃষ্টি- রহিত। সর্ব্বভূতে
সমান দৃষ্টি, এই হলো তাঁর জ্ঞানের স্তম্ভ। বেদযজ্ঞকারী ব্রহ্মমননশীল আত্মারাম
জ্ঞানীগণ সমস্ত বিধি ও নিষেধের অতীত। তাঁদের শ্রোতব্য জ্ঞাতব্য কিছুই নেই। তথাপি
তাঁরা শ্রীহরি পাদপদ্মের গুহায় থেকে কেবল হরি কথার মধুর রস আস্বাদন করেন। জয়
বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment