Tuesday, 22 August 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ২৪

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(২৪) তারিখঃ- ২২/ ০৮/ ২০১৭ স্থানঃ- ঘোড়শালা* জঙ্গীপুর* মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ—[বেদযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে শ্রীরাম, শ্রীকৃষ্ণ প্রমুখ ভগবানের পবিত্র লীলা অনুসরণ করে এবং তাঁদের আদর্শ চরিত্র অনুকরণের দ্বারা সৎ চরিত্র নির্মাণ করো। মানুষের একমাত্র আদর্শ চরিত্রই দৈবী সম্পদ অর্জনে সাহায্য করে।]
বেদযজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে পুনঃ পুনঃ ভগবৎ স্মৃতি অন্তরে এসে যায়। ভগবৎ স্মৃতি থেকে সকল গুণ অনায়াসে হৃদয়ে এসে যায় এবং জীবের পরম কল্যাণ হয়। অন্তঃকরণকে শুদ্ধ করবার জন্য ভগবৎ স্মৃতি অপেক্ষা শ্রেয় কোনো সাধন নেই। ভগবানের নাম জপ এবং কীর্তনের দ্বারাও অন্তঃকরণ শুদ্ধ হয়ে সদগুণের বিকাশ এবং সদাচারের প্রবৃত্তি জন্মে। বাস্তবে ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো পার্থক্য নেই। বেদ ও বেদযজ্ঞের মাধ্যমে কোনো পার্থক্য নেই। যে বেদযজ্ঞ করে সেই বেদজ্ঞান লাভ করে। জীব আর জীবের মধ্যে কোন পার্থক্য নেই। যে জীব শিবকে আশ্রয় করে তাঁর স্মৃতিতে বিভোর হয়ে থাকে সেই শিব হয়ে যায়। ভগবানের স্বরূপের মতো তাঁর নামও চিন্ময়, তাঁরই স্বরূপ। শব্দ, অর্থ এবং অর্থের জ্ঞান এই তিনটি একই জিনিস। অতএব ভগবৎ নামের সান্নিধ্যে এলে অন্তঃকরণ সর্বতোভাবে শুদ্ধ হওয়া স্বাভাবিক। সব কিছুর সার কথা সৎসঙ্গ এবং সৎ শাস্ত্রের অধ্যয়ন। সৎ নাম পরমাত্মার। হরি ওঁ তৎ সৎ।

No comments:

Post a Comment