Wednesday, 30 August 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩২ তাং ৩০/ ০৮/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩২) তারিখঃ—৩০/ ০৮/ ২০১৭ স্থানঃ- ঘোড়শালা* জঙ্গীপুর* মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদযজ্ঞের পুরোহিত হয়ে কুৎসিত বিষয়ের সঙ্গ পরিত্যাগ করে অমৃতের পথে চলবে।]
 আমাদেরকে দেহধর্ম্ম ও মানসধর্ম্মের উপর নির্ভর করে পথ চলতে হয়। এই দেহধারী জীবের জন্য দুটি পথ স্থির রয়েছে। একটি মৃত্যুর পথ, আর একটি অমৃতের পথ। অমৃতের পথ ধরে চললে জীব যে স্থানে গিয়ে থামবে, সেটি পরম পদ, ঈশ্বরের ধাম, নিখিল বিশ্বের মধ্যদণ্ড বা গোলক ধাম। দুটি পথের প্রথমটিতে গেলে ঘুরবে ও ঘুরতে ঘুরতে বার বার মরতেই থাকবে। জন্ম- মৃত্যুর বার বার স্বাদ গ্রহণ করার জন্য এই পথ। এই পথে দুঃখতাপ জ্বালায় কেবল জ্বলবে। আর অপর পথটি রাজপথ, এই পথে চললে ঘোরাঘুরি নেই, সহজ, সরল ও সুন্দর যাত্রা। পরাশান্তি পাবে, অক্ষয় সুখ পাবে, অমৃতময় হবে। এই অমৃতের পথে চলতে গেলে কি প্রয়োজন? বেদযজ্ঞকে সাথে নিয়ে কুৎসিত বিষয়ের সঙ্গ পরিত্যাগ করে এই পথে আনন্দে চলতে হবে। কুৎসিত বিষয়ের সঙ্গ বর্জন করলেই মানুষের দেহধর্ম্ম ও মানসধর্ম্ম অমৃতের রাজপথ ধরে স্বাভাবিক গতিতে চলতে থাকে। এই ধর্ম্মই মানব সত্তাকে রক্ষা করে কুস্থানে গমনের পথ থেকে। এই ধর্ম্মই মানব সত্তাকে কুদৃশ্য দর্শন, কুস্পুর্শ স্পর্শন, কুভক্ষ্য ভক্ষণ থেকে রক্ষা করে, কুসঙ্গ, কুরুচি, ক্রোধ ও কুজনের অনুরোধ থেকে মুক্ত রাখে। এই মানবিক সত্তা মুক্ত হয়ে কখনও কারো দান গ্রহণ করেন না, কুগ্রন্থ যা ঈশ্বরের নিকট থেকে অবতীর্ণ হয়নি তা পাঠ করেন না ও কুকথা কানে শ্রবণ করেন না। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment