Tuesday, 29 August 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৩১ তাং ২৯/ ০৮/ ২০১৭

 বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৩১) তারিখঃ-২৯/ ০৮/ ২০১৭ স্থানঃ- ঘোড়শালা* জঙ্গীপুর* মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে জীবনে একটিই সাধ্যবস্তু চাও, যা দ্বারা শান্তির তোরণ উন্মুক্ত হবে।]
যতক্ষণ জীবনের লক্ষ্য একাধিক বস্তু, ততক্ষণ দ্বন্ধ আছে, ঘাত- প্রতিঘাত আছে, তাপ জ্বালা দুঃখ অশান্তি আছে। তাই জীবনের মধ্যে একটি মাত্র সাধ্যবস্তু চাই, যা হবে জীবনের যথা সর্ব্বস্ব। আর যা কিছু সব তাঁরই জন্য। সবকিছু জীবন দিয়ে সেই একটি বস্তুকেই চাইতে হবে। সমস্ত মন প্রাণ সমভাবে সেই একটি বস্তুর চিন্তায় ও ধ্যানে ভরপুর থাকবে। তাই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন—“অর্জ্জুন, তুমি আমাতে মন রাখ, আমাতেই পরমানুরক্তিসম্পন্ন হও, আমার উদ্দেশ্যেই সমস্ত কর্ম্ম কর, আমার কাছে মাথা নীচু করিয়া রাখ, তুমি আমাকেই প্রাপ্ত হইবে। কারণ, তুমি আমার পরম প্রিয়জন”। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment