বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৮৩)
তারিখঃ—২০/ ১০/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করে সংগ্রামে বিজয়ী হলেও আনন্দে
আত্মহারা হয়ো না, গভীর জ্ঞানের সমাধিতে ডুবে থাকো।]
এই পৃথিবীতে সংগ্রাম করতে এসে তোমরা যে বিষয়- সম্পদ ঈশ্বরের নিকট থেকে পেয়েছো তার
সদ্ব্যবহার করছো কিনা তার প্রতি সজাগ দৃষ্টি দাও, তাহলেই আর তোমাদেরকে ভবিষ্যৎ
জীবন নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা সামান্য সুখে আনন্দে আত্মহারা হয়ে পরো, এই
অভ্যাস তোমাদের অন্তরে জ্ঞানের বাতি জ্বলতে বাধা সৃষ্টি করে। ফলস্বরূপ তোমরা
নিজেরাই নিজেদের ঈশ্বরের অপ্রিয় হয়ে উঠো। তাই নিজেদের অবস্থার জন্য নিজেরা দায়ী
হয়ো না – সামান্য সুখ কিনতে গিয়ে বৃহত্তর সুখকে বিসর্জন দিতে যেয়ো না। বেদ যজ্ঞ
করে গভীর জ্ঞানের সমাধিতে ডুবে থেকে বেদের সত্যকে উপলব্ধি করো তাহলেই দেখতে পাবে
মানবজাতি যুগ যুগ ধরে একই বেদের আশ্রয়ে থেকে চিরকাল স্বাধীনতার আনন্দ গান গেয়ে
গেছে সকলের মঙ্গলের জন্য বৃহত্তর স্বার্থে। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment