Tuesday, 24 October 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৮৭ তাং ২৪/ ১০/ ২০১৭

      বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৮৭) তারিখঃ—২৪/ ১০/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ--[বেদ যজ্ঞ করে তোমরা নিজের প্রাণের উপাসনা করে তার প্রকাশ ঘটাও।]
প্রাণকে ধরে রাখে দেহ। এই দেহ- ভুমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার দ্বারা সৃষ্ট। এই দেহকে জানা এবং একে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে পৃথিবীর বুকে বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে বিভিন্ন পথ ও মতের সন্ধান পেয়েছেন। তাঁরা এই একই প্রাণের উপাসনা করে নিজ নিজ অভিজ্ঞতার পরিচয় রেখে গেছেন বিভিন্ন গ্রন্থে। এই গ্রন্থগুলিকেই আমরা সাধারণত ধর্মগ্রন্থ বলে থাকি। সারা পৃথিবীতে অনেক ধর্ম গ্রন্থ রয়েছে। একজন মানুষের পক্ষে সেগুলির সমস্ত পাঠ করা সম্ভব নয়। তাই সমস্ত ধর্মগ্রন্থের উজ্জ্বল আলো লাভ করার সহজ পথ হলো নিজ প্রাণের সাধনা বা উপাসনা করা। অনেকেই ভাবেন ধর্মগ্রন্থ পাঠ করলেই ধার্মিক হওয়া যায়। এই সব গ্রন্থ পাঠ না করলে সেই ধর্ম উৎসন্নে যায়। তাই নিজেদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য অনেক সম্প্রদায় ধর্মগ্রন্থ পাঠ মানব জীবনে অপরিহার্য মনে করেন। এই ধর্ম গ্রন্থগুলিতে কি আছে—তার সারবস্তু জেনে নিলেই তো, আর বৃথা হাজার হাজার পৃষ্ঠার বই পড়ে সময় নষ্ট করার প্রয়োজন হয় না—একথা মানুষ অজ্ঞান বশতঃ উপলব্ধি করতে পারে না। প্রত্যেক ধর্মগ্রন্থই দেহ গঠনের আটটি উপাদান নিয়ে রচিত এবং দেহকে যে শক্তি পরিচালিত করছে তাকে অর্থাৎ প্রাণকে জানার জন্যে ও তাঁর কাজকে সৎ- সত্য- সুন্দর ও জ্যোতির্ময় রূপ দিয়ে আত্মার জাগরণ ঘটিয়ে পরমাত্মার সাথে যুক্ত করার জন্যে প্রতিফলিত। ওঁ শান্তি শান্তি শান্তি।

No comments:

Post a Comment