Wednesday, 22 November 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ১১৬ তারিখঃ-- ২২/ ১১/ ২০১৭

                       বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১১৬) তারিখঃ—২২/ ১১/ ২০১৭                                                  আজকের আলোচ্য বিষয়ঃ-- [বেদযজ্ঞ করে নিজের নিজের হাতের শঙ্খ বাজাতে বাজাতে ধর্ম যুদ্ধক্ষেত্রে এগিয়ে এসো আমাকে তোমাদের রথের সারথী জেনে।]
আমি শিংগায় ফু দিয়ে চলেছি--- আমি শঙ্খ বাজিয়ে তোমাদের ডাক দিচ্ছি--- আমার হাতের বাঁশি বেজে চলেছে সুর ও তাল নিয়ে—তোমাদের এখনো কেন ঘুম ভাঙ্গছে না--- যুদ্ধ সাজে বেড়িয়ে যখন আসতেই হবে সংগ্রাম মঞ্চে তখন আর অলসতা নিয়ে আরাম শয্যায় স্বপ্ন দেখে তোমাদের কি লাভ হবে? যার হাতে যে শঙ্খ-বাঁশী- শিংগা আছে তা নিয়েই সুর তোল যুদ্ধের—ঢাল তলোয়ার যার যা আছে তাই নিয়ে বেড়িয়ে পড়ো—তানাহলে সেগুলি কালের কবলে সব মরচে লেগে ধ্বংস হয়ে যাবে—কোন কাজেই লাগাতে পারবেনা। যে সম্পদের মায়া করছো তাও ধ্বংস হয়ে যাবে—আমার শিংগার ধ্বনির শব্দে কিছুই ধরে রাখতে পারবেনা। আমি তোমাদের অন্তরে থেকে সদায় ধর্মযুদ্ধের ডাক দিয়ে চলেছি বিশ্বমানব শিক্ষার মঞ্চে—তোমরা নিজ নিজ চেতনা শক্তিকে জাগ্রত করে এগিয়ে এসো—শঙ্খ বাজাও তোমাদের শঙ্খের ধ্বনি শুনে সবায় শঙ্খ বাজাতে শুরু করবে—মহাবিপ্লব শুরু হয়ে যাবে স্বাভাবিক ভাবে বিশ্বজুড়ে। তোমাদের সবার জন্য আমার বেদসূর্যলোকে বিশ্বমানব শিক্ষা পুরীতে মহল তৈরী হয়েই আছে। সেখানে গিয়ে সকলেই রাজসুখ ভোগ করবে ও আমার সাথে চিরকাল বেদযজ্ঞ করবে। আমার রথে চেপেই বেদসূর্য লোক থেকে অনন্তকোটি লোক ভ্রমণ করতে পারবে ইচ্ছা মতো। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।  

No comments:

Post a Comment