Thursday, 30 November 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১২৪) তারিখঃ-- ৩০/ ১১/ ২০১৭

 বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(১২৪) তারিখঃ—৩০/ ১১/ ২০১৭  আজকের আলোচ্য বিষয়ঃ-- [বেদযজ্ঞ করে শাস্ত্রচক্ষু লাভ করতে হয়, তাই  ভারতবর্ষ শ্রীমদ্ভাগবতের ভূমি, এই নিত্যধামের রাজা শাস্ত্রচক্ষু নিয়ে বিদগ্ধ ও সুদৃঢ়ব্রত নিয়ে সদায় প্রজাবৎসল।]
 ভারত হলো বেদভুমির দেশ। আর এই ভারতভূমির নায়ক হলেন শ্রীরাম। যার বন্দনা করলে মন প্রসন্ন হয়, প্রেম যার অত্যন্ত প্রিয়, যিনি প্রেম প্রদানকারী, পূর্ণানন্দময়, ভক্তদের অভিলাষ পূর্ণকারী, সম্পূর্ণ ঐশ্বর্যের একমাত্র আবাসস্থল এবং কল্যাণস্বরূপ, সত্য যার শ্রীবিগ্রহ, যিনি সত্যময়, যার ঐশ্বর্য ত্রিকালাবাধিত, যিনি সত্যপ্রিয় এবং সত্যপ্রদাতা, সেই শ্রীরাম ভারতভূমির একমাত্র রাজা। তাই এই ভূমির রাজ সিংহাসনে যিনিই বসবেন তিনি শ্রীরামের প্রতিনিধি মাত্র। শ্রীরামের প্রতিনিধিত্ব করতে এসে তাঁকে অবশ্যই শাস্ত্রচক্ষু নিয়ে শাসন কার্য পরিচালনা করতে হবে, নচেৎ দেশে অরাজকতা দেখা দিবে। প্রাচীন ভারতে এই শাস্ত্রচক্ষুর জন্য রাজারা মুনি- ঋষিদের চোখ দিয়ে দেখতেন এবং তাঁদের নির্দেশ মতো দেশশাসন করতেন। ভগবান শ্রীরামও অযোধ্যার সিংহাসনে বসে মুনি- ঋষিদের চোখ দিয়েই দেখতেন।  জয় শ্রীরাম।

No comments:

Post a Comment