Wednesday, 13 September 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৪৬ তাং ১৩/ ০৯/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৬) তারিখঃ- ১৩/ ০৯/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে এই জ্ঞানপীঠে কেবল সত্যকে জানো, সত্যকে ত্যাগ করলেই তোমরা বিকারগ্রস্ত হয়ে পড়বে।]
আমাদের সকলের জন্যই এই পৃথিবী কর্ম্মভূমি ও জ্ঞানপীঠ। এই জ্ঞানপীঠে জ্ঞান লাভ করতে এসে আমরা যদি সেই লক্ষ্য থেকে বিচ্যুত হই তবে তো আমাদেরকে শাস্তি পেতেই হবে। সত্যকে ধারণ করে নিয়ে আমাদেরকে সত্যকেই জানতে হবে এটাই আমাদের ধর্ম্ম। এই ধর্ম্ম থেকে বিচ্যুত হয়ে পড়লেই আমাদের অস্তিত্ব আমরা কোথাও খুঁজে পাবো না। আমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেললেই তখন আশ্রয়হীন হয়ে পড়ি। আশ্রয়হীন মানুষেরা তখন বাঁচার জন্য দল- সম্প্রদায়- গোষ্ঠী ইত্যাদি মিথ্যা আশ্রয়কে গ্রহণ করে বিকারগ্রস্ত জীবন যাপন করতে থাকে। বিকারগ্রস্ত মানব- মানবীর সন্তান- সন্ততিতে পৃথিবী পরিপূর্ণ হতে থাকে। পবিত্র কর্ম্মভূমি ও জ্ঞানপীঠ তখন তাদের নিকট থেকে বহুদূরে সরে যায়। আমরা সকলেই সাধন মার্গের উচ্চভূমিতেই মানব দেহ ধারণ করেছি,  এখান থেকেই আমাদেরকে সত্যের সাধনা করে সত্যকে জেনে অন্যলোকে যেতে হবে। এই জ্ঞানগঞ্জ বা জ্ঞানপীঠ প্রত্যেক মানুষের জন্য এক পবিত্র স্থান। এখানে যারা কর্ম্মদোষে দুষ্ট হয় এবং মানুষ হয়ে পশুবৎ আচরণ করে তাঁদেরকে ক্ষমা করার কেউ থাকে না। মানুষের ধর্ম্ম মানবতা, মনুষ্যত্ব। এই সত্যকে মানুষ যখন জলাঞ্জলি দিয়ে নিজের দল- মত- গোষ্ঠী – সম্প্রদায়কে পুষ্ট করতে যায় তখনি তারা ধর্ম্মহীন হয়ে এই জ্ঞানপীঠকে নরকে পরিণত করে ও জ্ঞানপীঠের পবিত্রতা নষ্ট করে। এই অবস্থায় যারা উচ্চকোটির জ্ঞানসাধক তাঁরা লোকালয়ের বাইরে থাকতে বাধ্য হন। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment