Friday, 22 September 2017

গীতা মাহাত্ম্য ৫২ থেকে ৬৪


[ গীতা ভগবান শ্রীকৃষ্ণের পরম গুরু। তিনি গীতাকে আশ্রয় করে একাকী বিশ্বের বনে বনে বাঁশী বাজিয়ে ঘুরে বেড়ান। কেউ যদি ডাকে তাহলে তিনি যান, না ডাকলে আপন মনে গীতার গান বাঁশীতে সুর দিয়ে করে চলেন। তাঁর বাঁশীর মধুর সুর কে শুনলো আর কে শুনলো না সেদিকে খেয়াল করেন না। কেউ যদি তাঁকে ভালবেসে ডাকেন গীতার সুর শোনার জন্য তবে তিনি সঙ্গী পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান। তিনি খুবই দয়ালু ও করুণস্বভাবের। তিনি প্রেমের বশ। অনাদিকাল থেকেই তিনি গীতাকে গুরুপদে বরণ করে নিয়ে বাঁশী হাতে নিয়ে ব্রহ্মাণ্ডের সর্ব্বত্র ঘুরে বেড়ান। ভগবান শ্রীকৃষ্ণের গুরু, গীতার আশ্রয়ে যারা একবার গেছেন, তাঁরাই তাঁর প্রিয়জন হয়ে গেছেন। তাই গীতাকে পরম গুরু জেনেই ভক্তি সহকারে পাঠ করা উচিত। আজকে গীতা মাহাত্ম্যের ৫২ থেকে ৬৪ শ্লোক সকলের পাঠের জন্য প্রদত্ত হলো।]
৫২) গীতা সম্পূর্ণ পাঠে অসমর্থ হলে অর্দ্ধেক পাঠ করবে, তাতে গোদানের ফললাভ হবে, সন্দেহ নাই।
৫৩) এক- তৃতীয়াংশ পাঠ করলে সোমযাগের, এক ষষ্ঠাংশ পাঠ করলে গঙ্গাস্নানের ফল প্রাপ্ত হয়।
৫৪) যিনি নিত্য দুই অধ্যায় পাঠ করেন তিনি ইন্দ্রলোক প্রাপ্ত হন এবং তথায় এক কল্পকাল বাস করে থাকেন।
৫৫) যিনি ভক্তিভাবে নিত্য এক অধ্যায় পাঠ করেন, তিনি রুদ্রলোক প্রাপ্ত হন এবং তথায় গণরূপে চিরকাল বসতি করেন।
৫৬) যিনি এক অধ্যায়ের অর্দ্ধাংশ বা চতুর্থাংশ নিত্য পাঠ করেন তিনি সূর্য্যলোক প্রাপ্ত হয়ে শত মন্বন্তর তথায় বাস করেন।
৫৭) যিনি গীতার দশ, সাত, পাঁচ, চার, তিন, দুই, এক বা অর্দ্ধ শ্লোকও পাঠ করেন, তিনি অযুত বৎসর কাল চন্দ্রলোকে বাস করেন।
৫৮) যিনি গীতার এক অধ্যায়ের এক শ্লোকের বা এক চরণের অর্থ স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি পরম পদ প্রাপ্ত হন।
৫৯) অন্তিমকালে গীতার্থ পাঠ বা শ্রবণ করলে মহাপাতকী ব্যক্তিও মুক্তিভাগী হয়ে থাকেন।
৬০) যিনি গীতাপুস্তক সংযুক্ত হয়ে প্রাণত্যাগ করেন তিনি বৈকুণ্ঠধামে গিয়ে বিষ্ণুর সহিত আনন্দ ভোগ করেন।
৬১) গীতার এক অধ্যায় সহযোগে মৃত্যু হলে মনুষ্যজন্ম লাভ হয় এবং পুনর্ব্বার গীতাভ্যাস করে উত্তমা মুক্তিলাভ করা যায়।
৬২) ‘গীতা’ এই শব্দ উচ্চারণ করে মৃত্যু হলেও সদগতি লাভ হয়। যে ধর্ম্মই অনুষ্ঠান করা হোক, তৎকালে গীতা পাঠ করলে সেই কর্ম্ম নির্দ্দোষ হয়ে সম্পূর্ণ ফলদানে সমর্থ হয়।
৬৩) যিনি পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতাপাঠ করেন, তাঁর পিতৃগণ নরকস্থ থাকলেও সন্তুষ্ট হয়ে স্বর্গে গমন করেন।
৬৪) গীতাপাঠে সন্তুষ্ট পিতৃগণ শ্রাদ্ধে তৃপ্তিলাভ করে পিতৃলোক গমন করেন এবং পুত্রকে আশীর্ব্বাদ করে থাকেন।
[ জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়। জয় পরম গুরু শ্রীশ্রী গীতার জয়।]



No comments:

Post a Comment