Sunday, 17 September 2017

গীতা মোক্ষযোগঃ ৭১ থেকে ৭৮ শ্লোক


[ গীতায় নির্ভীক মন্ত্রী সঞ্জয় রাষ্ট্রের সবার মঙ্গলের জন্য অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে স্পষ্টভাষায় অর্জ্জুন ও যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথপোকথন শুনালেন। মানব- মাত্রই অর্জ্জুন। তাঁর হাতে কর্ত্তব্য কর্ম্মের ধনু।  কিন্তু মানব নিজ বলে এই ধনু নিয়ে সংগ্রাম- সমরে জয়লাভ করতে পারবে না, যদি না সাথে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। সর্ব্বদা চাই তাঁর সান্নিধ্য, তবেই আসে প্রার্থিত পরম কল্যাণ। অর্জ্জুন কর্ম্মের প্রতীক, যোগেশ্বর শ্রীকৃষ্ণ জ্ঞানের প্রতীক আর সঞ্জয় হলেন ভক্তির প্রতীক। কর্ম্ম- জ্ঞান ও ভক্তির মিলনে গীতার ৭০০ মন্ত্র,  নিখিল মানব জাতির যাত্রাপথ সুগম করে তুলেছে মোক্ষের পথে। প্রায় দুই মাসের অধিকাল ধরে ফেসবুকের মাধ্যমে গীতাপাঠ অনুষ্ঠান চলছে। একদিনের জন্যও যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ছেদ পড়েনি। অনেকেই ভক্তি সহকারে এই পবিত্র গীতা পাঠ করেছেন রাষ্ট্রের সকলের মঙ্গলের জন্য। আজকে গীতার শেষ অষ্টাদশ অধ্যায়ের ৭১ থেকে ৭৮ মন্ত্র উচ্চারণ করে গীতাপাঠ শেষ করবো। তারপর চলবে গীতা মাহাত্ম পাঠ। গীতা মাহাত্ম পাঠ শেষ হলে আবার প্রথম থেকে গীতা পাঠ আমরা শুরু করবো। হরি ওঁ তৎ সৎ।]
৭১) যে ব্যক্তি শ্রদ্ধাসহকারে দোষদৃষ্টিরহিত হয়ে এই গীতাশাস্ত্র শ্রবণ করবেন তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্যবানদিগের প্রাপ্য শুভলোকে গমন করেন।
৭২) হে পার্থ, তুমি একাগ্র চিত্তে আমার সমস্ত কথা শুনেছ তো? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে তো?
৭৩) অর্জ্জুন বললেন, হে কৃষ্ণ, তোমার অনুগ্রহে আমার মোহ দূর হয়েছে। আমার পূর্ব্বাপর কর্ত্তব্য বিষয়ে স্মৃতি ফিরে পেয়েছি, কর্ত্তব্য কর্ম্মে মন স্থির করেছি। এখন আমার মনে আর কোন সংশয় নাই। আমি তোমার কথামত কার্য করব।
৭৪) সঞ্জয় বললেন, হে মহারাজ, আমি বাসুদেব ও মহাত্মা অর্জ্জুনের এই প্রকার অদ্ভুত লোমহর্ষকর বাক্যালাপ শ্রবণ করেছি।
৭৫) ব্যাসদেবের প্রসাদে, স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখে আমি এই যোগরূপ পরম গুহ্য জ্ঞানের কথা শ্রবণ করলাম।
৭৬) মহারাজ, শ্রীকৃষ্ণ ও অর্জ্জুনের এই পরম পবিত্র অদ্ভুত সংবাদ স্মরণ করে আমি বারংবার পরম আনন্দ লাভ করছি।
৭৭) হে রাজন শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত বিশ্বরূপের কথা স্মরণ করে আমার অত্যন্ত বিস্ময় লাগছে এবং বার বার আমার রোমাঞ্চ হচ্ছে।
৭৮) মহারাজ, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন এবং তাঁর সঙ্গে আছেন মহাবীর অর্জ্জুন, সেইখানেই ঐশ্বর্য, বিজয়, সামগ্রিক অভ্যুদয় ও সনাতন ধর্ম্ম নীতি বিরাজ করছে এটা আমার নিশ্চিত বিশ্বাস।
ইতি মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায়। ওঁ তৎ সৎ। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।

No comments:

Post a Comment