Monday, 18 September 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৫১) তাং ১৮/ ০৯/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৫১) তারিখঃ-১৮/ ০৯/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ- [ বেদযজ্ঞের পুরোহিত যত বড়ই মহান দেবতা হৌক না কেন, তিনি মায়ের কাছে শিশু ভোলানাথ ছাড়া কিছু নন।]
মাতৃ দেব ভবঃ। মাতা তোমার দেবতা হোক। বেদের এই বাণী যে মানুষ ভুলে যান, তিনি সম্রাট হয়েও অধম, মহাপুরুষ, দেবতা হয়েও পশ্বাধম। সন্ন্যাস গ্রহণ করার পর ভগবৎপ্রেমে উন্মত্ত হয়ে ঘুরতে ঘুরতে চৈতন্য মহাপ্রভু একদিন শান্তিপুরে শ্রীঅদ্বৈত আচার্যের ঘরে এলেন। নবদ্বীপ থেকে মহাপ্রভুর জননী শচীদেবীও এলেন তাঁর সঙ্গে দেখা করতে। মহাপ্রভু তাঁর মাকে দেখে আনন্দে আত্মাহারা হয়ে কোলে শিশুর ন্যায় ঝাঁপিয়ে পড়লেন। এখানেই সন্ন্যাসীর বেশে মহাপ্রভু শচীদেবীকে বিশ্বজননী রূপে প্রণাম করলেন। ধর্মপ্রাণা শচীদেবী নিজ সন্তানকে শিশু ভোলানাথ রূপে দেখে আনন্দাশ্রু বর্ষন করতে করতে বললেন—তুমি বেশিদূরে যেয়ো না, কাছেই জগন্নাথ পুরীতেই থাকো, তাহলেই আমার কোলেই, আমার কাছে থাকবে। সেই সাথে তোমার ভক্তরা পুরী থেকে যাতায়াত করে আমাকে তোমার সংবাদ প্রতিনিয়ত দিতে পারবে। মাতা শচীদেবী মহাপ্রভুকে ‘ তুমি বাড়ীতে ফিরে চলো’ এই কথা একবারের জন্যও বললেন না। এর গুহ্যতত্ত্ব মাতা শচীদেবীর অনুধাবন করতে মুহুর্ত মাত্রও সময় লাগেনি। তিনি দেখতে পেলেন তাঁর কোলেই খেলা করছেন শিশু জগন্নাথ, শিশু ভোলানাথ হয়ে। এই –নিত্যলীলা শ্বাশত, এর বিরাম নেই। ওঁ নমো ভগবতে বাসুদেবায়। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment