বিশ্বমানব শিক্ষা
ও বেদযজ্ঞ অভিযান(৪৭) তারিখঃ- ১৪/ ০৯/ ২০১৫
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে জননী ও
জন্মভূমিকে এক ও অভিন্ন রূপে দেখতে শিখো, তবেই নিজেকে মায়ের কোলে চিরকাল শিশু
ভোলানাথ রূপে দেখতে পাবে।]
পৃথিবীর সমস্ত
উপাদান নিয়ে জননীর গর্ভ থেকে পৃথিবী স্বরূপ দেহ নিয়ে আমাদেরকে এই মাটিতে ভূমিষ্ঠ
হতে হয়। মা- মাটি আর মানুষ এক ও সত্য। জননী ও জন্মভূমি এক ও সত্য প্রত্যেক মানুষের
কাছে। মা- মাটি আর মানুষ নিয়ে কোন ভোটের রাজনীতি
চলে না, এই সত্যকে সামনে রেখে লোক- সংগ্রহ বা লোক শিক্ষা চলে। এই তত্ত্বের উপর
ভিত্তি করে মানুষ কিভাবে আত্মিক স্বাধীনতা লাভ করবে, কিভাবে মানুষ জননী ও
জন্মভূমিকে নিজ মন- প্রাণ- আত্মার সাথে যুক্ত দেখবে পাবে, এই শিক্ষা জগতের
অনুসন্ধানে মানুষকে নিয়ে যেতে হবে ও সংঘবদ্ধ করতে হবে, তবেই সার্থকতা লাভ করবে এই
তত্ত্ব। আমরা সকলেই চাই আত্মিক স্বাধীনতা। একমাত্র এই স্বাধীনতায় মানুষকে সত্যের
কোলে তথা মায়ের কোলে শিশু ভোলানাথ করে তুলে দিতে পারে। এই স্বাধীনতা লাভ করতে গিয়ে
দেখা যায় চারদিকে শয়তানদের ষড়যন্ত্রের জাল বিস্তার। কিভাবে মুক্ত হয়ে শিশু ভোলানাথ
মায়ের কোলে আনন্দে লাফিয়ে যাবে? শিশু মানে ব্রহ্ম, ভোলানাথ মানে শিব। আমাদের এই
শিশুসুলভ মনোভাব আজ শয়তান সকলের নিকট থেকে কেড়ে নিয়েছে, পরিবর্তে সে কেবল দিয়ে
চলেছে মিথ্যা অহংকার, নরক ভর্ত্তি করার জন্য। এই মিথ্যা অহংকারের জন্য আমরা আর
নিজেকে শিশু ভোলানাথ বা শিবরূপে বিশ্বমাতার কোলে দেখতে পাচ্ছি না। আমাদের এই পতন
হয়েই চলেছে—কে রোধ করবে এই পতন? বিশ্বমাতার সন্তান হয়ে যদি আমরা নিজেকে বিশ্বমানব
শিক্ষার কর্মী বলতে লজ্জাবোধ করি এবং একে অপরের দেশের মানুষকে হিংসা করি, সবায়কে
নিজের শয়তানী জালে জড়িয়ে নরকে নিয়ে যাবার জন্য চেষ্টা করি, সত্যকে জেনেও সত্যকে
অস্বীকার করে মানুষকে পথভ্রষ্ট করি, তবে কি আমাদের কোনদিন আত্মিক স্বাধীনতা আসবে?
জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়। জয় শিশু ভোলানাথের জয়।
No comments:
Post a Comment