বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ
অভিযান(৬৩) তারিখঃ—৩০/ ০৯/ ২০১৭ আজকের আলোচ্য বিষয়ঃ--[বেদ
যজ্ঞ করে জেনে নাও মা দুর্গা এসে তোমাদের হাতে বিজয় পতাকা ধরিয়ে দিয়েছেন তাই তোমরা
মা মহামায়াকে কেন্দ্র করে শুভ বিজয়া উৎসব কর।]
মা এসেছিলেন ক্ষুধারূপে- এই রূপে এসে তোমদের
সব অবিদ্যাদি ভক্ষণ করে বিদ্যারূপে তোমাদের প্রতিষ্ঠা করেছেন ও বেদ যজ্ঞ করার অধিকার
দিয়ে গেছেন। মা এসেছিলেন তৃষ্ণারূপে—তিনি সর্বপ্রকার অবিদ্যা পান করে তোমাদেরকে
অবিদ্যা থেকে মুক্ত করে জ্ঞানের আলোকে উজ্জ্বল করে দিয়ে গেলেন। মা এসেছিলেন
তুষ্ণারূপে—তিনি এই রূপে এসে সবায়কে ভক্তির সাগরে স্নান করিয়ে দিয়ে কলির কালিমা
বিধৌত করে দিয়ে সত্যে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। তিনি এসছিলেন নিদ্রারূপে—তিনি এই
রূপে এসে সবায়কে সমাধি রূপে প্রতিষ্ঠা করে পরম শান্তির জগতে প্রতিষ্ঠা করে দিয়ে
গেলেন। তোমরা সবায় মহামায়া, মহাকালী ও মহামৃত্যুরূপা মা দুর্গার কৃপা ধন্য হয়ে
অমৃতের সন্তান অর্থাৎ দেবতা হয়ে উঠেছো—তাই তোমরা মহানন্দ মাকে কেন্দ্র করে বিজয়
উৎসব পালন কর। সবায় বিশ্বমানব শিক্ষার মঞ্চ থেকে শুভ বিজয়ার প্রণাম- আশীর্বাদ –ভালবাসা-
প্রেম- প্রীতি- শুভেচ্ছা গ্রহণ কর। জয় মা দুর্গা।
No comments:
Post a Comment