Saturday, 16 September 2017

গীতা মক্ষযোগঃ ৬১ থেকে ৭০ শ্লোক

[পবিত্র গীতা হলো মানব জীবনের আত্মার রক্ষা কবচ। যে দেশের মানুষ গীতাকে আশ্রয় করে জীবন ধারণ করেন, সেই দেশকে কোন অশুভশক্তি আক্রমণ করতে পারে না। কারণ  ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে অর্জ্জুনকে বললেন—হে পার্থ, গীতাই আমার হৃদয়, গীতাই আমার সারসর্ব্বস্ব, গীতাই আমার অত্যুগ্র এবং জ্ঞানস্বরূপ; গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু, গীতার আশ্রয়েই আমি থাকি, গীতাই আমার গৃহ, গীতাজ্ঞান আশ্রয় করেই আমি ত্রিলোক পালন করি।( গীতা মাহাত্ম্যম—৪৪-৪৬)যেক্ষেত্রে ভগবান স্বয়ং গীতাকে আশ্রয় করে ত্রিলোক পালন করেন, সেক্ষেত্রে মানুষ কেনো গীতাকে আশ্রয় করে নিজ নিজ সংসার পালন করতে সক্ষম হবে না? যে দেশের রাজা গীতাকে আশ্রয় করে দেশ পরিচালনা করেন, সেই দেশে অবশ্যই শান্তি- সাম্য- সত্য ও ঐক্য বিরাজ করে সর্ব্বক্ষেত্রে। তাই একমাত্র গীতাই সকল দেশের সংবিধান হওয়ার যোগ্যতা রাখে।  আজকের পাঠ মোক্ষযোগঃ এর ৬১ থেকে ৭০ শ্লোক সকলকে সত্য ও পবিত্র লোকে নিয়ে যাবার জন্য। হরি ও তৎ সৎ।]
৬১) হে অর্জ্জুন, ঈশ্বর সমস্ত প্রাণির হৃদয়ে অবস্থান করে নিজ মায়াতে, যন্ত্রে আরূঢ় পুতুলের ন্যায় তাদের নিজ নিজ কর্ম্মানুসারে ভ্রমণ করাচ্ছেন।
৬২) হে অর্জ্জুন, তুমি সর্ব্বপ্রকারে তাঁরই শরণ লও। তাঁর অনুগ্রহে তুমি পরম শান্তি ও নিত্য ধাম প্রাপ্ত হইবে।
৬৩) আমি এই গুহ্য হতেও গুহ্যতর তত্ত্ব কথা তোমার নিকট বললাম। ইহা উত্তমরূপে বিবেচনা করে যা তোমার অভিরুচি হয়, তাই তুমি কর।
৬৪) আমার সর্ব্বাপেক্ষা গুহ্য ও সার কথা তোমায় বলছি, আবার শুনবে। তুমি আমার অতি প্রিয় বলেই তোমাকে এই পরম হিতকর তত্ত্ব বলবো।
৬৫) সমস্ত মনটা আমাকে দাও। আমি সর্ব্বাপেক্ষা প্রিয় বস্তু, এই জ্ঞানে আমাকে ভক্তি কর, আমার প্রীতির উদ্দেশ্যে নিবেদিত কর্ম্মের মাধ্যমে আমার পূজা কর এবং অহংকার বিসর্জ্জন দিয়ে আমার চরণে তোমার শির অবনত কর। আমায় নমস্কার কর। তুমি আমার অতি প্রিয়। আমি সত্যি বলছি, তুমি আমাকে পাবেই পাবে।

৬৬) সর্ব্বধর্ম্ম পরিত্যাগ করে তুমি একমাত্র আমারই শরণাপন্ন হও। আমি তোমাকে সকল পাপ, সকল অপরাধ থেকে মুক্তি দেব। শোক করো না।
৬৭) তোমাকে যে উপদেশ দিলাম, তা তুমি তপস্যাহীন, ভক্তিহীন, শুনিতে অনিচ্ছুক এবং আমার নিন্দাকারী ব্যক্তিদের নিকট কখনো বলবে না।
৬৮) আমার প্রতি পরম ভক্তিবশতঃ যিনি আমার ভক্তদের কাছে এই পরম গুহ্য গীতাশাস্ত্র বলবেন নিশ্চতই আমাকে প্রাপ্ত হবেন।
৬৯) ভক্তগণের কাছে গীতা- ব্যাখ্যাকারীর চেয়ে পৃথিবীতে আমার আর কোন প্রিয়কর্ম্মপরায়ণ ব্যক্তি নাই, মানুষের মধ্যে তার চেয়ে প্রিয় ভবিষ্যতেও হবে না।
৭০) আমাদের উভয়ের কথোপকথন-রূপ ধর্ম্মময়- সংবাদ যিনি পাঠ করবেন, আমি মনে করব যে, তিনি জ্ঞানযজ্ঞ বা বেদযজ্ঞ দ্বারা আমারই পূজা করলেন। জয় বেদযজ্ঞের জয়। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।


No comments:

Post a Comment