Friday, 22 September 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান ৫৫ তাং ২২/ ০৯/ ২০১৭

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৫৫) তারিখঃ- ২২/ ০৯/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞের মাধ্যমে মা দুর্গার সাথে যোগসূত্র স্থাপন করবে বৈদিক ও তান্ত্রিক মন্ত্রকে প্রাণবন্ত করে, তাহলেই দেখতে পাবে মায়ের চৈতন্যঘন মাতৃমূর্ত্তি।]
বেদযজ্ঞ করেই জীবসত্তাকে শিবসত্তা বা চিৎসত্তায় উপনীত হয়ে আত্মিক জীবনের সত্যকে জানতে হয়। এই বিশ্ব একটি চিৎসমুদ্র। এখানকার সবকিছুই চিন্ময় বা প্রাণময়। কেবল প্রাণের সাথে প্রাণের যোগসূত্র স্থাপন ঘটাতে হয় প্রেমের দ্বারা। আমরা যে বৈদিক ও তান্ত্রিক মন্ত্র মায়ের পূজার জন্য উচ্চারণ করি তা সবই প্রাণকে পবিত্রময় ও ব্যাপ্তিময় করে এক সুন্দর প্রেমের সেতু বন্ধনের জন্য। মা বিশ্বজননী, বিশ্বপবিবারের সকলকে নিয়ে তাঁর খেলা। তাই মা চান না তাঁর সন্তানেরা কেউ তাঁর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকুক। মা দুর্গা আমাদের ঘরে আসেন তাঁর বিশ্বপরিবারকে নিয়েই, আমাদের পূজা নিয়ে আমাদেরকে তাঁর পরিবারের সদস্য করে নিতে। তিনি বনের রাজা সিংহকে যেমন সাথে করে আনেন তেমনি ইঁদুর, পেঁচা, ময়ূর, সাপকেও সাথে করে আনেন। একই আসরে থেকে কেউ কাউকে হিংসা করছে না, কি প্রেম মায়ের ভালবাসায় রয়েছে। একই প্রাণ- মন- আত্মা সকলের অন্তরে রয়েছে, এই সত্য যখনি মায়ের কাছে জীব জেনে নিচ্ছে তখন সবার অন্তর থেকে হিংসা- দ্বেষ দূর হয়ে যাচ্ছে। বনের পশু- পাখী- গাছ- পালা- পাহাড় – পর্বত- নদ- নদী- সাগর সকলেই এই জ্ঞানপীঠে মায়ের সাধনা করার জন্য সৃষ্টি হচ্ছেন। সকলেই মায়ের আরাধনা করে চলেছেন নিজ নিজ বৈদিক ও তান্ত্রিক মন্ত্রের দ্বারা। মায়ের প্রেমের মায়ায় আবদ্ধ সকলেই, কে বুঝবে তাঁর লীলাখেলা? জয় মা দুর্গা।

No comments:

Post a Comment