[ বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান(৪৯)
তারিখঃ- ১৬/ ০৯/ ২০১৭
আজকের আলোচ্য বিষয়ঃ-[ যা জানো, যেটুকু জানো, সেই টুকু সামর্থ নিয়েই
ভক্তিসহকারে বেদযজ্ঞ করে যাও, তাতেই বেদভগবানের কৃপা লাভ করবে।]
সংস্কৃত ভাষা জানো না তাতে কি হয়েছে ? নিজের
অন্তরের ভাষা দিয়ে সাদা সিদে অন্তরে ভক্তিসহকারে বেদভগবান শ্রীকৃষ্ণকে ডাকো। নিজের
মাতৃভাষায় নিজের অন্তরের কথা জানাও। তাতেই ভগবান সন্তুষ্ট হবেন। একবার এক ব্রাহ্মণ
অশুদ্ধ উচ্চারণ করে গীতা পাঠ করছিলেন। কিন্তু গীতা পাঠ করতে করতে তিনি অঝোরে
কাঁদছিলেন। তাই দেখে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য তাঁকে জিজ্ঞাসা করলেন—“ আপনি গীতার
কোন দৃশ্য পাঠ করে কাঁদছেন?” তিনি মহাপ্রভুর কথার উত্তরে বললেন—“ আমি সংস্কৃত ভাষা
ভালো জানি না, কিন্তু গীতা পাঠ করবার সময় রণাঙ্গণে অর্জ্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের
সাথে দেখতে পাই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিচ্ছেন তা আমার চোখের সামনে
ভেসে উঠে”। মহাপ্রভু তাঁর কথা শুনে তাঁকে ধন্য ধন্য করে বললেন—ভাই! তোমার পাঠ তো
তুমিই ভালো জানো, তোমার ন্যায় গীতা পাঠক জগতে দুর্লভ। তুমি সত্যই ধন্য ভগবান
শ্রীকৃষ্ণের ভক্ত। তুমি নিজেকে অবিদ্বান ভেবেও সদায় শ্রীকৃষ্ণের দর্শন করে চলেছো –
তুমি অবিদ্বান হয়েও গীতাশাস্ত্রে তথা বেদশাস্ত্রে বিদ্বান। মহাপ্রভুর এই কথা শুনে
তাঁর সঙ্গী- সাথীরা ব্রাহ্মণের ভূয়সী প্রশংসা করতে লাগলেন। জয় ব্রাহ্মণ দেবতার জয়।
জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।
No comments:
Post a Comment