বেদযজ্ঞ সম্মেলনঃ—১৫/ ০৭/ ২০১৭ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পশ্চিমবঙ্গ*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে সত্য- শিব- সুন্দরের আরাধনা কর এবং
নিজেকে ভারতরূপে প্রকাশ করো, তবেই ভারতের ধর্ম প্রত্যক্ষ করতে সক্ষম হবে।]
আমরা সকলেই ভারতীর সন্তান তাই আমাদের সকলের নাম
ভারত। “ভা” শব্দের অর্থ জ্ঞান, অতএব যারা জ্ঞানে রত তাঁরাই “ভারত” নামে খ্যাত।
জ্ঞানে রত ঋষিরাই সত্য- শিব ও সুন্দরের আরাধনা করেন, সর্ব অমঙ্গল হরণ করে প্রেমকে
প্রতিষ্ঠা করার জন্য হৃদয় মন্দিরে। হৃদয় শব্দের অর্থ ‘হৃ’—হরণ করে, কি হরণ করে?
সমাজের যত অমঙ্গল সবকিছুই হরণ করে। ‘দ’ – দান করে, কি দান করে? সকলকে প্রেমদান
করে। ‘ য়’ – লয় করে, কি লয় করে? নিজেকে সবার জন্য বিলিয়ে দিয়ে চিরদিনের জন্য সকলকে
নিজ অন্তরের মধ্যে লয় করে। ভারতের ধর্ম হল প্রত্যক্ষতা। ঈশ্বরকে আপন করে দেখার জন্যই
ভারতের ধর্ম। নিজেকে সত্য- শিব- সুন্দর রূপে প্রতিষ্ঠা করে, নিজেকে সম্পূর্ণভাবে
সম্প্রদানেই তাঁকে পাওয়া যায়। নিজেকে দান করা ছাড়া আর দ্বিতীয় কি কাজ থাকতে পারে
মানুষের? নিজের জীবন দান করাই হচ্ছে যজ্ঞ, যজ্ঞই হচ্ছে সংকীর্তন, সংকীর্তনই হচ্ছে
বেদযজ্ঞ বা জ্ঞানযজ্ঞ। জয় বেদভগবান শ্রীকৃষ্ণের জয়।
No comments:
Post a Comment