Monday, 31 July 2017

বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান--২ তাং-- ৩১/ ০৭/ ২০১৭


বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযানঃ-২ তাং—৩১/ ০৭/ ২০১৭ স্থানঃ—মথুরাপুর* মানিকচক* মালদা* পশ্চিমবঙ্গ* ভারত*
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদযজ্ঞ করে কেবল বুদ্ধি, জ্ঞানের অনুশীলন করলেই চলবে না, নিজের ইচ্ছা শক্তি, কর্ম্মশক্তি ও জ্ঞানশক্তিকে কল্যাণমুখী করতে হবে।]
কেবল ভগবানের ব্যবস্থাপত্র অনুযায়ী তাঁকে ডাকলেই কাজ হবে না, তাঁর ব্যবস্থা অনুসারে তাঁর কাজের সাথী করে নিজেকে তুলতে হবে বেদযজ্ঞের আসরে। শিক্ষালাভ করলেই কেউ মানুষ হয় না, আধুনিক বিজ্ঞানের নৃশংস প্রয়োগে জগত প্রায় ধ্বংসের কিনারায় চলে এসেছে। সকলেই বুদ্ধি ও জ্ঞানের অনুশীলন করে শিক্ষালাভ করছেন, অর্থ উপার্জন করে ধনী হবার জন্য। কেউ নিজের ইচ্ছাশক্তি, ক্রিয়াশক্তি ও জ্ঞানশক্তিকে জাগ্রত করে সত্য দর্শন বা নিজের দিব্য- স্বরূপ দর্শনের জন্য সাধনা বা গবেষণা করছেন না। তাই তাঁদের ইচ্ছাশক্তি, ক্রিয়াশক্তি ও জ্ঞানশক্তি দেশের কল্যাণ সাধনে নিয়োজিত হচ্ছে না, অথচ দেশের অর্থ ব্যয় করে তাঁদেরকে স্বার্থপর নাগরিক তৈরি করা হচ্ছে। এখনও স্বাধীন দেশে কেরানী তৈরি করার শিক্ষায় স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয়ে চলছে। মানুষের জ্ঞান, বুদ্ধির সাথে শুভ ইচ্ছা শক্তির যোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের নেতাদের জ্ঞান- বুদ্ধি জনগণের মঙ্গলপ্রয়াসের অভিমুখে মোটেই ধাবিত হচ্ছে না, তাই সাধারণ মানুষও তাঁদের দেখে স্বার্থপর হতে বাধ্য হচ্ছে। যিনি আমাদের জ্ঞান- বুদ্ধি চালনা করছেন, তাঁর সাথে আমরা যুক্ত হতে না পারলে, আমাদের শিক্ষা- দীক্ষা কখনও কল্যাণমুখী হতে পারে না। ‘অদ্বৈত অমৃতের ধারা’ আমাদের সকলের ইচ্ছা শক্তি, ক্রিয়াশক্তি ও জ্ঞানশক্তির মধ্যে বিরাজমান। আমরা এই সত্য জেনে বিশ্বমানব শিক্ষার কর্মী হয়ে বেদযজ্ঞ অভিযান শুরু করলেই, বিশ্বে সকল বিভেদ বিদ্বেষ দূর করতে সক্ষম হবো, সকলকে পরাশান্তির জগতে ধারণ করতে সক্ষম হবো। শিক্ষার প্রধান লক্ষ্য মরণধর্মী জীবকে অমৃতত্ত্ব দান এবং দুঃখী জীবকে আনন্দের অধিকারী করে তোলা। আমরা যদি আমাদের জীবন রথের সারথি গুরুকে না চিনি, না শ্রদ্ধা করতে শিখি, তবে কিভাবে নিজের জীবনকে শ্রদ্ধাশীল করে তুলে মিথ্যার আবরণ থেকে মুক্ত হয়ে, সত্যলোকে অবস্থান করবো এবং সকল দেশবাসীকে সত্যের পথ দেখাবো? তাই আসুন সব অহংকার ত্যাগ করে আমরা বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞ অভিযান চালিয়ে মানুষকে সৎ ও কল্যাণের পথে আহ্বান করি। তাঁদের মিথ্যা রাজনৈতিক বেড়াজালের মোহ থেকে মুক্ত করি, সত্যের পথে আহ্বান জানিয়ে। জয় বিশ্বমানব শিক্ষা ও বেদযজ্ঞের জয়।

No comments:

Post a Comment