বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৮/ ১২/ ২০১৬ স্থানঃ—বৈদ্যনাথ
ধাম* দেওঘর* ঝাড়খণ্ড
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ যজ্ঞ করবে তোমার জীবনের দৈববাণীকে স্মরণে রেখে।]
বেদ যজ্ঞের মাধ্যমে যে বাণীগুলি পেয়ে চলেছো
তা সবই তোমার জীবনের ক্ষেত্রে দৈববাণী। বিরাট এই বিশ্বে কোটি কোটি মানুষের জন্য
প্রতিনিয়ত স্রষ্টা বিভিন্নভাবে দৈববাণী প্রেরণ করে চলেছেন এবং নিজের দিকে সকলকেই
আকর্ষণ করছেন। এই দৈববাণী, যাদের চিত্ত দুর্বল ও জীবনকে উচ্চ বিষয়ের চিন্তার সাথে
যুক্ত করে না, তাদের উপলব্ধি করার ক্ষমতা নেই। তাই এই দুর্বল চিত্তের মানুষগুলি
কপট চিন্তা করতে বাধ্য হয় – নিজেদের জীবনের দৈববাণীকে অবহেলা করে। যারা নিজেদের
জীবনের দৈববাণীকে অবহেলা করে, তারা কখনো
আধ্যাত্মিক বিজ্ঞানের সাথে নিজদের জীবনকে যুক্ত করতে সমর্থ হয় না। যারা নিজের
জীবনের দৈববাণীকে অকপটে সহজ সরল ভাবে অক্ষত অবস্থায় ধরে রেখে জীবন পথে চলতে শিখে,
তারা কেবল নিজেরই মঙ্গল বিধান করে না, বিশ্ব মানবেরও অনেক মঙ্গল সাধন করে থাকে
নিজেদের অজানতে। যাদের সরলতা ও জীবনের সাবধানতা কম তাদের মনও অতি দুর্বল। এই
দুর্বলতা কেবল পাপ ও আবর্জনা বহে নিয়ে আসে বিভিন্ন দিক থেকে। তাই দুর্বলতাই
মানুষের জীবনে পাপ—দুর্বলতাই মৃত্যু। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment