বেদ যজ্ঞ সম্মেলনঃ—২৬/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিষয়ঃ—[ বেদ
যজ্ঞ করে নিজেকে বিশ্বনবী- বিশ্বমানব অবতার- তৈরী করো উদার ধর্ম মত নিয়ে।]
বেদ যজ্ঞ করবে নিজেকে বিশ্বনবী—বিশ্বমানব অবতার-
বিশ্বমহান মানুষ তৈরি করার জন্য। কখনো নিজেকে লোকের চোখে মহান সাজতে যাবার জন্য এক
পা ও এগাবে না। রাজ মন নিয়ে রাজার আসনে বসে কেবল বেদ যজ্ঞ করে যাবে নিজের মনকে জয়
করে নিজেকে জানার জন্য। সদায় লক্ষ্য রাখবে তোমার উদার মন ও হৃদয় যেনো সদায় বিশ্বমানবের হয়ে কাজ
করে। কখনো নিজেকে কোন ধর্মীয়
মঞ্চের যোদ্ধা মনে করতে যাবে না। তুমি মানুষ তাই মনুষ্যত্বই তোমার একমাত্র ধর্ম। মনে রাখবে হিন্দু
ধর্ম হচ্ছে মনুষ্যত্ব জাগরণের এক মঞ্চ। তাই হিন্দু ধর্মের
মহামানবরা সকল ধর্মীয় মঞ্চকেই মনুষ্যত্ব জাগরণের মঞ্চ চিন্তা করে সকল মঞ্চের ধর্মকে প্রচারের সুযোগ করে
দিয়েছিলেন যুগে যুগে। এর
ফলেই হিন্দুদের কাছ থেকেই শিক্ষা পেয়ে সারা
বিশ্বে বিভিন্ন ধর্মমতের আবির্ভাব ঘটে।
এই সত্য যারা স্বীকার করেন না তাঁরাই মানবিকতাকে ধ্বংস করে এই পৃথিবীর বুকে ধর্ম নিয়ে কলহ সৃষ্টি করে। তোমরা কখনো ধর্ম নিয়ে কলহকারীদের ফাঁদে পা দিবে না।
যারা শয়তান- অসুর- রাক্ষস শ্রেণির মানুষ তাঁরাই কেবল ধর্মীয় মঞ্চ সৃষ্টি করে
মানুষকে ধর্মের বেড়াজালে আবদ্ধ করে রাখার জন্য কলহ সৃষ্টি করে। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment