Saturday, 3 December 2016

বেদ যজ্ঞ সম্মেলনঃ-- ০৩/ ১২/ ২০১৬

বেদ যজ্ঞ সম্মেলনঃ—০৩/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা* মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিসয়ঃ—[ বেদ যজ্ঞ করেই বেদ ভগবানের আশীর্বাদ ধন্য হতে হয়।]
আকাশ থেকে বৃষ্টির ধারা সবার কল্যাণের জন্যই পতিত হয়। এই কল্যাণকামী বৃষ্টির ধারা পেয়ে যে জমি কিছুমাত্র উর্বরা থাকে সেই জমি শ্যামলিমায় সুশোভিত হয়ে উঠে। আর যে ভুমি বন্ধ্যাভুমি যেরূপ অনুর্বর ছিল সেরূপই থেকে যায়। তেমনি যারা বেদ যজ্ঞ করেন তাঁরা উর্বরা ভুমির ন্যায়। ঈশ্বরের আশীর্বাদ সবার উপর বর্ষিত হলেও সবায় এই আশীর্বাদ গ্রহণ করে নিজের প্রকাশ- বিকাশ ঘটাতে পারেন না। কিন্তু যারা বেদ যজ্ঞ করে নিজের ক্ষেত্রকে ধর্মক্ষেত্র করে রাখেন তাঁরা ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হলেই তাঁকে ধারণ করে কল্যাণকামী হয়ে উঠেন। আর বেদযজ্ঞবিহীন লোকেরা চিরকাল সুযোগ সন্ধানে নিয়োজিত হয়ে মিথ্যার আশ্রয়েই থেকে যায়, মিথ্যা আশা- আকাঙ্ক্ষার কেবল স্বপ্ন দেখে এবং সারা জীবন বন্ধ্যা হয়ে সন্দেহ- সংশয়ের সাগরে ডুবেই থাকে, ঈশ্বরের আশীর্বাদ বর্ষণের কিছুই বুঝে উঠতে পারে না।  জয় বেদ যজ্ঞের জয়।

No comments:

Post a Comment