বেদ যজ্ঞ সম্মেলনঃ—১৮/ ১২/ ২০১৬ স্থানঃ—ঘোড়শালা*
মুর্শিদাবাদ* পঃ বঃ
আজকের আলোচ্য বিসয়ঃ—[ বেদ যজ্ঞ করে নির্গুণ ঈশ্বরকে অন্তরে জাগ্রত করো,
তবেই তোমরা সার্বিক গুণের অধিকারী হয়ে প্রেমের জগতে বিরাজ করবে।]
আমরা বেদ যজ্ঞ—সনাতন
ধর্ম – ঈশ্বর ও তাঁর গুণ নিয়ে কোন চিন্তা- ভাবনা করি না, অথচ আমরা সবায় তাঁর ঘরেই
তাঁর সাথে বাস করি। ঈশ্বরকে আমরা নির্গুণ বলি কেনো? যার এত গুণ যা বুদ্ধির অগোচর
তা কি প্রকারে নির্গুণ হতে পারে? ঈশ্বরের গুণের সীমা নেই এবং কত প্রকার গুণ তারও
সীমা নেই। অতুলনীয় গুণ নিয়েই তিনি আমাদের অন্তরে রয়েছেন কিন্তু আমরা তাঁকে জানতে
পারি না, তাই তিনি আমাদের কাছে নির্গুণ হয়েই থেকে যান। ঈশ্বর আমাদের কাছে অসীম,
কারণ তাঁর কোনো বিশেষ সীমা নির্ধারণ করা কারো পক্ষে সম্ভব নয়। তেমনি এই জগতে যত
প্রকার গুণ আছে, সকলই ঈশ্বরের গুণ হতে উদ্ভূত হয়েছে। প্রতিটি বস্তুর গুণ তাঁর গুণ।
এই গুণের সীমা নির্ধারণ করার যোগ্যতা আমাদের নেই, তাই আমরা তাঁকে নির্গুণ বলেই
আমাদের কর্তব্য কর্ম শেষ করি। জয় বেদ যজ্ঞের জয়।
No comments:
Post a Comment